Sepahijala Prantosh Das : সিপাহিজলা অভয়ারন্যে কর্মরত বন দপ্তরের আধিকারিক প্রাণতোষ দাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। সম্প্রতি সরকারি অর্থ লুটের অভিযোগ নিয়ে খবর প্রকাশের দুদিন বাদেই আবারো খবরের শিরোনামে এই আধিকারিক। এবার বিএমএস শ্রমিক সংগঠন তাঁর বিরুদ্ধে ডেপুটেশানে মিলিত হয়েছে।
জানা যায় বিশালগড় সিপাহী জলা বনদপ্তরের আধিকারিক প্রাণতোষ দাস সিপাহীজলা অভয়ারণ্যের বাইরে গড়ে উঠা দোকান গুলি থেকে প্রতি মাসে ভাড়া বাবদ ২ হাজার টাকা করে ধার্য করেন কিন্তু কোনো সরকারি রিসিপ্ট দেন না। এই নিয়ে সেই টাকা নয় ছয় করার মতো অভিযোগ উঠে কিছুদিন পূর্বে।
এবার চিড়িয়াখানা কর্মরত মহিলা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন , এমনকি সিপাহী জেলা চিড়িয়াখানা তে পশুদের দেওয়া খাবারে অতি নিম্নমানের দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে। যার ফলে অনেক পশুর মৃত্যু হয়েছে সিপাহী জলা অভয়ারন্যে। কিন্তু এর পরেও ঘুম ভাঙ্গেনি সিপাহী জলা চিড়িয়াখানার আধিকারিকদের।
জানা যায় এই সিপাহী জলা চিড়িয়াখানা থেকে বহু টাকা আত্মসাৎ করে বাড়িতে বড় অট্টালিকা তৈরি করেছে অভিযুক্ত প্রাণতোষ দাস। আর সেই সব টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া হয়েছে বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ । সিপাহী জলা চিড়িয়াখানা তে কর্মরত প্রান্তোষ দাসের বিরুদ্ধে বহুবার খবর প্রকাশিত হবার পরও ঘুম ভাঙেনি বন মন্ত্রী অনিমেষ দেব বর্মার এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা ।
সিপাহী জলা চিড়িয়াখানা তে কর্মরত শ্রমিক দের সাথে দুর্ব্যবহার এর খবর পেয়ে এবার সরব হন বিএমএস কর্মীরা। প্রানতোষ দাস রাতে রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে মহিলাদের এনে মদের আসর জমায় এবং নানা ধরনের অপ কাজ চলতে থাকে বললেও অভিযোগ রয়েছে । অতঃপর বুধবার বিকেলে BMS শ্রমিক সংগঠনের এক প্রতিনিধি দল সিপাহী জলা চিড়িয়াখানার কর্মরত আধিকারিক প্রান্তোষ দাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে ডেপুটেশান প্রদান করেন সিপাহীজলা চিড়িয়াখানার ডাইরেক্টার সিদ্ধার্থ দেববর্মার কাছে।
এর আগেও বহু বার খবর প্রচারের পরেও এই প্রাণতোষ দাসের বিরুদ্ধে কেন দপ্তর কোনো ধরণের এক্সান নিচ্ছে না তা নিয়ে সন্দেহ জাগছে। কিন্তু এবার এই গুরুতর অভিযোগ গুলো সামনে আসার পরেও কি চুপ থাকবে দপ্তর , সেটাই দেখার বিষয়।



