খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 18 November 2025 - 07:05 PM
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ - ০৭:০৫ অপরাহ্ণ

Sepahijala News : সিপাহীজলা জেলায় পুলিশের সর্ববৃহৎ অভিযান, ধ্বংস ১২ লাখ টাকার গাঁজা বাগান

Sepahijala News
1 minute read

Sepahijala News : গাঁজা চাষ ও বাণিজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সিপাহীজলা জেলা প্রশাসন। একের পর এক গাঁজা বাগান ধ্বংস করছে সিপাহী জলা জেলা পুলিশ। তবে গাঁজা বিরোধী অভিযানে এবার সর্ব কালের সর্ব বৃহৎ সাফল্য পেয়েছেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার সহ গোটা টিম।

উল্লেখ্য, অন্যান্য বারের মতোই ১৮ই নভেম্বর, মঙ্গলবার সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে সংগঠিত হয় গাজা বাগান ধ্বংস অভিযান। আর এই একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশ সহ মোট ৫০০ জন বিভিন্ন বাহিনীর জওয়ানদের নিয়ে ব্যাপক হারে গাঁজা বিরোধী অভিযান চালান।

১২ লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করেন এদিন পুলিশ বাবুরা। পুলিশের পক্ষ থেকে দাবি এত বড় অভিযান এর আগে কখনো হয়নি এই সিপাহীজলা জেলায়। জেলা পুলিশ সুপার এর নেতৃত্বে এদিন সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই অভিযান।

ওদিকে এতো বিশাল সংখ্যক পুলিশ কে এক সাথে গাঁজা বাগান ধ্বংস করতে দেখে ভউচক্কা হয়ে যান গাঁজা চাষিরা। আর শুধু কি তারাই, আশে পাশের এলাকা বাসী ও স্তব্ধ হয়ে যান। কারণ ছোট খাটো অভিযান এর সাক্ষী কম বেশি সকলেই হয়েছেন। কিন্তু এতো বড় অভিযান এর আগে তারা কখনোই দেখেননি।

এক্ষেত্রে বলা চলে এই বছর জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন গাঁজা গাছ ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে । আর তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সাত সকালে গাঁজা চাষীরা এই বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী তাদের গাজা বাগানে দেখতে পেল।

পুলিশের লক্ষ্য সিপাহীজলা জেলাকে সম্পূর্ণ ভাবে গাঁজা গাছ মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা। মঙ্গলবার সকাল সকাল এই বিশাল বাহিনী দেখে গাজা চাষিরা ছাড়াও এলাকার মানুষ চমকে ওঠেছেন। ততসঙ্গে পুলিশ বাবুরা হুঙ্কার দিয়েছেন , গাঁজা চাষিরা যেন স্বেচ্ছায় এই গাঁজা বানিজ্য থেকে সরে আসে। নতুবা আগামী দিনে এভাবেই অভিযান চালিয়ে যাবেন তারা।

For All Latest Updates

ভিডিও