খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:49 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৯ অপরাহ্ণ

Sankar Prasad Datta : হনুমানকে সঙ্গে নিয়ে সিপিআই(এম) নেতার বাড়িতে বিজেপির যুব মোর্চা

Sankar Prasad Datta
1 minute read

Sankar Prasad Datta : সদ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সিপিআই(এম)-এর প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। সম্প্রতি আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক সভায় হনুমান নিয়ে তাঁর করা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।

বক্তব্যের প্রতিক্রিয়ায়, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী ও কিছু স্থানীয় বাসিন্দারা শনিবার শংকর প্রসাদ দত্তের বাসভবনে যান। তারা তাঁর হাতে হনুমান চালিশা ও হনুমানজির একটি মূর্তি তুলে দেন। তাদের ভাষ্যে, এ উদ্যোগের উদ্দেশ্য ছিল ধর্মীয় শ্রদ্ধা জাগিয়ে তোলা ও “আস্তিকতার প্রতি আহ্বান জানানো”।

বিজেপির স্থানীয় নেতারা জানান, “আমাদের লক্ষ্য কাউকে আঘাত করা নয়। আমরা চাই সবাই বিশ্বাসের আলোয় আলোকিত হোক। হনুমানজির কাছে আমরা প্রার্থনা করছি যেন উনার চেতনার উদয় ঘটে এবং উনি এই মন্তব্যের জন্য অনুতপ্ত হন।”

অন্যদিকে, প্রাক্তন সাংসদের মন্তব্যকে কেন্দ্র করে কিছু মহল “হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত” বলেও অভিযোগ এনেছেন। এই প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে সিপিআই(এম)-এর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তোলা হয়েছে।

ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত শংকর প্রসাদ দত্ত কোনও সরাসরি প্রতিক্রিয়া জানাননি।

For All Latest Updates

ভিডিও