Samrat Urang brutally killed by a bus

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। খবর পেয়ে দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই সম্রাট ওরাং নামে এই আহত ব্যক্তিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে সকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে টিআর০৩১৩৪০ বাসের সাথে টিআর০৭ই৭৩৬০ নম্বরের বাইকের সংঘর্ষ ঘটে। তাতে বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাইক চালক সম্রাট ওরাংয়ের। তার বাড়ি হরিশনগর চা বাগান এলাকায়। এদিন সকাল ১১ টা নাগাদ কাজের উদ্দেশ্যে তিনি বাইক নিয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন। আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সম্রাটের বাইকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গেই সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে। চাকার নিচে পড়ে গিয়ে সম্রাট ওরাং এর মাথা সম্পূর্ণ ভাবে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।সাথে সাথে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে আমতলী থানায় ও দমকলবাহিনীকে খবর পাঠান। দমকলকর্মীরা বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সম্রাট ওরাং এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাট ওরাংয়ের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। এলাকার বিধায়িকা সম্রাট ওরাংয়ের এই অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকের সম্রাট ওরাং এর পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছেন। যদিও বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাস ও বাইক আমতলী থানার হেফাজতে রাখা হয়েছে

Leave A Reply