Auto driver died while saving a dog
শনিবার সাত সকালে সারমেয়কে বাঁচাতে গিয়ে অটো উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। বিশালগড় গোলাঘাটি এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠায়। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে দয়ারাম পাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে আহতকে জিবি হাসপাতালে স্থানান্তর করে। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন আহত ব্যক্তি।
জানা গিয়েছে, এদিন সকালে জীবন চন্দ্র শীল অটো নিয়ে বিশালগড়ের দিকে আসছিলেন। গোলাঘাটি মডার্ন ক্লাবের কাছে আসতেই একটি সারমেয় অটোর সামনে চলে আসে। সেই সারমেয়কে বাঁচাতে হঠাৎ ব্রেক কষে দিয়েছিলেন জীবন। তাতে অটো উল্টে যায়। চালক জীবন নিচে পড়ে যান। দমকলকর্মীরা তাকে উদ্ধার করে দয়ারাম পাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করে। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন অটো চালক জীবনচন্দ্র শীল।