Salman Khan Big Boss : অবশেষে অপেক্ষার পালা শেষ হলো! জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯ আজ (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে। দর্শকরা যেমন সুপারস্টার সালমান খানকে আবার উপস্থাপক হিসেবে দেখতে উৎসাহিত, তেমনি নতুন প্রতিযোগীদের ঘরে প্রবেশও ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। প্রোমোর মাধ্যমে কৌতূহল বাড়ানোর পর এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল কারা থাকছেন এই মৌসুমের প্রতিযোগীদের তালিকায়।
প্রথমেই আছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরব খান্না। দীর্ঘ দুই দশক ধরে ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন তিনি। এবারই প্রথম কোনো রিয়েলিটি শোতে অংশ নিচ্ছেন তিনি, যা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের কারণ।
এরপর নিশ্চিত প্রতিযোগী হিসেবে যোগ দিচ্ছেন সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিক। তার খোলামেলা ব্যক্তিত্ব, ব্যক্তিগত সংগ্রাম এবং সঙ্গীতজগতে সাফল্য তাকে আলোচনায় রেখেছে। “জয় হো” ও “হিরো”-র মতো ছবিতে হিট গান উপহার দেওয়া আমাল এবার অন্য রূপে সামনে আসবেন।
অভিনেত্রী অশনুর কৌর, যিনি শিশুশিল্পী হিসেবে টেলিভিশনে যাত্রা শুরু করেছিলেন, এবার বড় পর্দার অভিজ্ঞতার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তাকে সঙ্গে নিয়ে প্রবেশ করছেন ঘরে। তার ভক্তরা এবার তাকে বাস্তব জীবনের পরিস্থিতিতে দেখতে উচ্ছ্বসিত।
ডিজিটাল দুনিয়ার তারকা আওয়েজ দরবারও এই তালিকায় আছেন। নাচ ও বিনোদনমূলক ভিডিওর জন্য বিখ্যাত আওয়েজের ফলোয়ার সংখ্যা ৩ কোটিরও বেশি। তার সাথে প্রতিযোগী হিসেবে যোগ দিচ্ছেন নাগমা মিরাজকার, যিনি সৌন্দর্য ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় সফল। তাদের যুগল এন্ট্রিই এই মৌসুমে বড় আলোচনার বিষয়।
পাঞ্জাবি সঙ্গীত জগতের সঙ্গে জড়িত শেহবাজ বাদেশা, যিনি এর আগে বোন শেহনাজ গিলের মাধ্যমে আলোচনায় এসেছিলেন, এবার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ঘরে প্রবেশ করছেন অফিসিয়াল প্রতিযোগী হিসেবে।
জনপ্রিয় ইউটিউবার মৃদুল তিওয়ারিও এই মরসুমে প্রতিযোগী। তার হাস্যরসাত্মক ভিডিও ইতিমধ্যেই কোটি দর্শককে বিনোদিত করেছে, এবার দেখার বিষয় তিনি ঘরের অভ্যন্তরীণ চাপ কতটা সামলাতে পারেন।
টেলিভিশন ও বলিউডের পরিচিত মুখ অভিষেক বাজাজ-ও আছেন এই মৌসুমে। “স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২”, “চণ্ডীগড় কারে আশিকি”র মতো ছবিতে অভিনয় করা এই অভিনেতা এবার বাস্তব প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করবেন।
সব মিলিয়ে এইবারের প্রতিযোগীদের তালিকায় আছে টিভি তারকা, বলিউড গায়ক, সোশ্যাল মিডিয়া সেনসেশন এবং ইউটিউবারদের বৈচিত্র্যময় মিশ্রণ। ফলে দর্শকদের জন্য শুরু হতে চলেছে নাটক, আবেগ, বন্ধুত্ব, প্রতিযোগিতা আর চমকে ভরা এক নতুন মৌসুম।