Saikat Talapatra News : প্রায় দু’ বছর ধরে কারাবন্দি রয়েছেন সৈকত তলাপাত্র—রাজ্যের পরিচিত এক বিতর্কিত মুখ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান। নানান ধারায় অভিযোগ দায়ের হওয়ায় নিয়মিতভাবেই আদালতে হাজিরা দিতে হচ্ছে তাকে। বুধবার আবারও সাব্রুম ফার্স্ট ক্লাস কোর্টে আনা হয় তাকে, যেখানে এসসি-এসটি প্রিভেনশন অ্যাক্ট–এর একটি মামলার শুনানি নির্ধারিত ছিল।
আদালত চত্বরে হাজির হওয়া মাত্রই স্বভাবসুলভ ভঙ্গিতেই সাংবাদিকদের মুখোমুখি হন সৈকত। প্রশ্ন করা হয়—দীর্ঘদিন ধরে জেলে থাকা নিয়ে তার অনুভূতি কী? জবাবে তিনি জানান, “জেল তো মানুষের জন্যই। পশু-পাখির থাকার জায়গা নয়। তাই জেলেই থাকছি, আরও থাকব।” তার এই মন্তব্য ঘিরে আদালত চত্বরে মুহূর্তে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়।
আইনজীবী সূত্রে জানা গেছে, এই মামলাটি পরবর্তীতে উদয়পুর সেশন কোর্টে স্থানান্তরিত হবে এবং সেখানেই মূল শুনানি চলবে। উচ্চ আদালত ইতিমধ্যেই মামলাটির জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেছেন বলে জানান সাব্রুমের এপিপি গৌরাঙ্গ দেবনাথ। তিনি আরও বলেন, মামলার গুরুত্ব ও সংবেদনশীলতার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৈকত তলাপাত্রের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ থাকায় তার হাজিরা দিতে প্রায়ই আদালত থেকে আদালতে যাতায়াত করতে হচ্ছে পুলিশকে। প্রতিবারই আদালত প্রাঙ্গণে তার উপস্থিতি আলোচনার বিষয় হয়ে ওঠে। এদিনও তার ব্যতিক্রমী মন্তব্য আবারও জনমাধ্যমে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
পুলিশ ভ্যানে তোলা হওয়ার আগে আর কোনো মন্তব্য না করে জায়গা ত্যাগ করেন তিনি। এখন নজর উদয়পুর সেশন কোর্টে—সেখানে পরবর্তী শুনানিতে কী নতুন দিক উঠে আসে, সেদিকেই তাকিয়ে আইনি মহল।
সৈকত তলাপাত্রকে ঘিরে বিতর্ক ও আইনি জটিলতা দিন দিন আরও গভীর হচ্ছে। বিভিন্ন মামলায় নিয়মিত হাজিরা এবং তার স্পষ্টভাষী মন্তব্য—সব মিলিয়ে ঘটনাপ্রবাহ নতুন মাত্রা পাচ্ছে। হাইকোর্টের নির্দেশে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ ও মামলাটি সেশন কোর্টে স্থানান্তর—এই মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এখন উদয়পুর সেশন কোর্টের পরবর্তী শুনানিতেই নির্ধারিত হবে মামলার ভবিষ্যৎ দিকনির্দেশ।



