খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 31 July 2025 - 09:30 AM
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ - ০৯:৩০ পূর্বাহ্ণ

Sabroom Congress News : হরিনায় কংগ্রেস ভবনে দুষ্কৃতকারীদের আগুন, দোষীদের শাস্তির দাবিতে সরব জেলা নেতৃত্ব

Sabroom Congress News
1 minute read

Sabroom Congress News : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার হরিনা বাজারে অবস্থিত কংগ্রেস ভবনে মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। উল্লেখ্য, গত ২৮ শে জুলাই প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার হাত ধরে এই কংগ্রেস ভবনের উদ্বোধন হয়েছিল।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কংগ্রেসের দক্ষিণ জেলা সভাপতি মৃদুল পাটারী,৩৯ মনু ব্লক কংগ্রেস সভাপতি চেলাফ্রু মগ সহ অন্যান্যরা। জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী ভবনের ক্ষয়ক্ষতি ঘুরে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাটির নিন্দা জানান। পরে তিনি মনুবাজার থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মৃদুল পাটারীর অভিযোগ, “মঙ্গলবার গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরাই পরিকল্পিতভাবে কংগ্রেস ভবনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে। আমরা দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই নাশকতার ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ঘটনার পর তিনি মনুবাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

জেলা কংগ্রেস নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নাশকতামূলক হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তারা বৃহত্তর গণআন্দোলনে নামবেন।

পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে দুষ্কৃতীদের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের ক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠছে।

For All Latest Updates

ভিডিও