Russia Putin News : ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চলছে, ঠিক সেই সময়েই নতুন মোড় নিল কূটনৈতিক পরিস্থিতি। চলতি মাসের শেষ দিকেই ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র বলছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল সম্প্রতি রাশিয়া সফরের সময় এই সফরের ইঙ্গিত দেন।
রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স-এর মতে, ডোভাল জানিয়েছেন— “ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক রয়েছে, যেটিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখি। চলতি মাসে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। এখন শুধু দিনক্ষণ নির্ধারণের অপেক্ষা।”
এই সফরের আগে চীনের সাংহাইতে অনুষ্ঠেয় এসসিও (SCO) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট পুতিনের একপ্রস্থ সাক্ষাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। সেই সম্মেলনে দু’জনই অংশ নেবেন বলে নিশ্চিত সূত্রের খবর।
উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের পর এই প্রথমবার পুতিন ভারত সফরে আসতে চলেছেন। এই সফরের সময় ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, আরও গভীর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রুশ তেল আমদানিকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার মধ্যে টানাপোড়েন বাড়লেও, দিল্লির অবস্থান অনেকটাই নিরপেক্ষ। এরই মধ্যে মস্কো সফরে গিয়ে ডোভাল জানান, রাশিয়ার সঙ্গে একটি বড়সড় তেল আমদানি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভারত আরও ছাড়ে তেল পেতে পারে, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের চাপ উপেক্ষা করে ভারত রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারে যে কূটনৈতিক অবস্থান নিচ্ছে, তা আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে।