Benjamin Netanyahu : হার্নিয়ার সন্ধ্যান পেতেই অস্ত্রোপচার , কেমন আছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন, জানালেন অফিস কর্তৃপক্ষ

 

  • বেঞ্জামিন নেতানিয়াহু ভালো আছেন। সফল ভাবে সম্পন্ন হয়েছে অস্ত্রোপচার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ক্রমশ নিম্নমুখী। তার অনুগামীদের মধ্যে বর্তমানে স্বস্তি বিরাজমান। শনিবারেই প্রধানমন্ত্রীর নিয়মিত রুটিন চেক আপের সময় “হার্নিয়া” ধরা পড়েছিল। চিকিৎসকের পরামর্শ ছিল তৎক্ষণাৎ অস্ত্রোপচার করতে হবে। ইসরায়েলের বর্তমানে যে যুদ্ধ কালীন পরিস্থিতি তাতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যে ব্যাঘাত ঘটা কোনোভাবেই শুভ সংবাদ নয়। অতএব উনার চিকিৎসা সেরে নেওয়া অত্যাবশ্যকীয় বিষয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তৎক্ষণাৎ রবিবার সন্ধ্যায় অস্ত্রোপচার করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর স্বাস্থ্য নিয়ে অফিস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “ উনি এখন ভালো আছেন এবং উনার স্বাস্থ্যের ও উন্নতি ঘটছে।“

ইসরায়েল ও গাজার যুদ্ধে এখনো পর্যন্ত হাজারের ও বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিদেশী সহযোগিতার ও আবেদন জানানো হয়েছিল। এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ এবং গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে রবিবার সন্ধ্যায় জেরুজালেমে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। ইসরায়েলের সরকারী পরিসংখ্যানের এএফপি সমীক্ষা অনুসারে, 7 অক্টোবর ইস্রায়েলে হামাসের আক্রমণের ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়েছিল যার ফলে ইসরায়েলে প্রায় 1,160 জন মারা গিয়েছিল। যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোক।

অপরদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে এ পর্যন্ত গাজার অন্তত ৩২,৭৮২ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। রবিবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ইসরায়েল ও গাজা যুদ্ধ এখনো শান্ত হয়নি। কিছুটা নিয়ন্ত্রনে থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে তীব্র খাদ্যাভাবে ভুগছে গাজা । রমজান মাসে তাদের অবস্থা শোচনীয়। যদিও গাজায় এই মুহূর্তে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে নিরাপত্তা পরিষদ। কিন্তু অনাহারে অর্ধাহারে ভুক্তভুগিদের নিয়ে পরিকল্পনা নেই। এমতাবস্থায় প্রধানমন্ত্রী নেতিনায়াহু কি পদক্ষেপ নেবেন সেদিকে তাকিয়ে বহু।

Leave A Reply