Rastar matha road accident

মরন রোডে পরিণত রাস্তারমাথা বন্ধন ব্যাঙ্ক সংলগ্ন জাতীয় সড়ক, হেলদোল নেই প্রশাসনের

রাস্তারমাথা বন্ধন ব্যাংক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মারুতি গাড়ি খাদে। যদিও অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা যাত্রীরা। জানা যায়, আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার দুপুরে TR060577 নাম্বারের একটি মারুতি গাড়ি উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে জাচ্ছিল। যাওয়ার পথেই উক্ত এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে চলে যায় মারুতি গারিটি। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে।
বলা বাহুল্য, এই একই জায়গায় কিছুদিন আগেও একটি স্কুটি দুর্ঘটনার কবলে পরে। আর সেই ঘটনা নিজেই চাক্ষুষ করেছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। নিজের কনভয়ে করে আহত স্কুটি চালক কে পাঠিয়ে ও ছিলেন হাসপাতালে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ওয়াকিবহাল রয়েছেন যে উক্ত এলাকা সহ রাজ্যের এমন বহু জাতীয় সড়ক ও বাই পাস এলাকা গুলো অহরহ যান সন্ত্রাসের শিকার। তথাপি এধরনের ঘটনা রুখতে জরুরী পদক্ষেপ বলতে কেবল মাত্র কিছু ভাষণ ছাড়া আরও কিছুই তো দেখা যায়না।
এই চিহ্নিত এলাকা গুলিতে এখন নেই পর্যাপ্ত পরিমানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা। নেই ট্রাফিক দপ্তরের কোনো কর্মী। দেদার ছুটছে যানবাহন , নেই লাগাম। এর পর দুর্ঘটনা ঘটাটাই খুব স্বাভাবিক নয় কি ?

Leave A Reply