Rajendra Reang : মনোনয়ন জমা করলেন পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং

 

একে একে লোকসভা নির্বাচনে মনোনীত প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছেন জেলা শাসকের কাছে। প্রথমেই মনোনয়ন জমা দিয়েছিলেন উপ নির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া জোট এর প্রার্থী রতন দাস। এর পর পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও তার পর পর বিরোধী পক্ষের প্রার্থী আশিস কুমার সাহা তাদের মনোনয়ন জমা দেন সদর জেলা শাসকের নিকট।

সাথে সাথেই শুরু ও করে দিয়েছেন প্রচারাভিযান। এদিকে পূর্ব ত্রিপুরা আসনে ও বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বরমা মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন। শুধুমাত্র বাকি ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। আজ ২রা এপ্রিল এক বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী আমবাসায় জেলা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীর সমর্থনে এদিন আমবাসায় এক বিশাল জন সভার আয়োজন করা হয়। তাতে সিপিআইএম , কংগ্রেস উভয় দলের নেতৃত্ব রাই উপস্থিত ছিলেন ।

সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব সুদীপ রায় বর্মণ উভয়েই উপস্থিত ছিলেন মঞ্চে। মনোনয়ন জমা শেষে সভায় অংশগ্রহণ করে নিজেদের বক্তব্যে বিজেপি সরকারের দীর্ঘ ৬ বছর এবং কেন্দ্রে ১০ বছরের কার্যকলাপ ও শোষণের গাঁথা তুলে ধরেন তারা।
এমনকি পূর্ব আসনে বিজেপি মনোনীত প্রার্থী কে ও ছেড়ে কথা বলেন নি তারা।

সুদীপ রায় বর্মণের বক্তব্য

গনতন্ত্র পুনরুদ্ধার ও সংবিধান কে রক্ষা করতে ইন্ডিয়া জোটের প্রার্থী কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে এদিনের সভায় সুদীপ রায় বর্মণ বলেন, যারা সংবিধান কে মানতে চায় না, গনতন্ত্র কে রক্ষা করতে চায়না এই লড়াই তাদের বিরুদ্ধে। দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে ফ্যাসিবাদী বিজেপি সরকার। তারা শ্লোগান দিচ্ছে “বিকশিত ভারত”। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের বৈতরণী পাড় করার জন্যে প্রায় ৮০ কোটি গরীব ভারতীয়দের রেশন সামগ্রী বিতরণ করছে মোদী সরকার। যে দেশে এখনো ৮০ কোটি গরীব কে বিনামুল্যে রেশন সামগ্রী দিয়ে সহায়তা করতে হয় সেই দেশ বিকশিত হয় কিভাবে, প্রশ্ন তুলেছেন সুদীপ বর্মণ।

রাজেন্দ্র রিয়াং এর বক্তব্য

অন্যদিকে প্রার্থী রাজেন্দ্র রিয়াং উনার বক্তব্যে বলেন, এই বছরের লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশে শান্তি সম্প্রিতি , ধর্ম নিরপেক্ষতা ও সংবিধান রক্ষার্থে এই নির্বাচনে ইন্ডিয়া জোট কে সমর্থন করার জন্যে পূর্ব ত্রিপুরার ভোটারদের প্রতি আহ্বান রাখেন তিনি। দেশ ও রাজ্যের বেকারত্ব সমস্যা , দ্রব্য মুল্য বৃদ্ধির সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। সকলকে মিলিত প্রয়াস চালাতে হবে।

জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য

অন্যদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন , সাড়া দেশ ব্যাপি জনগণের যে মঞ্চ তৈরি হয়েছে সেটাই ইন্ডিয়া মঞ্চ। এই মঞ্চের যুগ্ম আহ্বানে প্রার্থী হয়েছেন রাজেন্দ্র রিয়াং। আমাদের পূর্ব পুরুষেরা এই দেশের জন্যে আত্ম বলিদান দিয়েছেন। স্বাধীনতা এনে দিয়েছেন দেশ কে। সেই দেশ এর মানুষের পরিস্থিতি আজ পরাধীনের মতো। বিজেপি সরকারের যাঁতাকলে পিষ্টে যাচ্ছে দেশের গরীব ও শ্রমজীবী মানুষ। আকাশছোঁয়া দ্রব্যমূল্য , জনজীবনে কঠিন দুর্যোগ নেমে এসেছে। অন্যদিকে পুঁজিপতিদের আরও ধনী করে তুলছে মোদী সরকার। শাসনের নামে শোষণ চালিয়ে যাওয়া এই সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোট মঞ্চ কে জয়ী করতে হবে।

উল্লেখ্য, যেদিকে শাসক বিজেপি শিবিরের তাবড় তাবড় ব্যাক্তিত্বরা জোর গলায় দাবী করেন যে বিরোধীদের অস্তিত্ব ত্রিপুরা রাজ্য থেকে মুছে গেছে, তাদের মুখেই এক প্রকার চুনকালি মেখে দিয়ে বিরোধী ইন্ডিয়া জোট মঞ্চের প্রচার ও জনসভায় এদিন হাজার হাজার লোকের ভিড় চোখে পড়লো। বিরোধী দের সমর্থনে আগামী দিনে ভোটের বাক্সে যে ব্যাপক হারে ভোট পড়বে তাতে কিছুটা হলেও শিলমোহর পড়েছে বলা যায়।

Leave A Reply