Rahul Gandhi Speech Controversy : সংসদের অধিবেশনের মুখে বিরোধী ইন্ডিয়া জোটের ভিতরে ফাটলের সুর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সিপিএমকে ঘিরে বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা তুঙ্গে। কেরলের এক জনসভায় সিপিএম এবং আরএসএস-এর মধ্যে তুলনা টেনে কংগ্রেস নেতা বলেন, এই দুই দলেরই মানুষের প্রতি কোনও সহানুভূতি নেই।
রাহুলের এই মন্তব্য সামনে আসতেই সরব হয় সিপিএম নেতৃত্ব। তাঁদের দাবি, এই তুলনা “হাস্যকর এবং নিন্দনীয়।” দলের বিবৃতিতে বলা হয়েছে, কেরলে আরএসএসের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দিয়েছেন বহু সিপিএম কর্মী। অথচ কংগ্রেস, বিশেষত রাহুল গান্ধী, সিপিএম-বিরোধিতায় আরএসএসের সুরে কথা বলছেন।
কেরলের কোট্টায়ামে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, “আরএসএস ও সিপিএম— উভয়ের বিরুদ্ধেই আমি আদর্শগতভাবে লড়ছি। তাঁদের মধ্যে সহানুভূতির অভাব রয়েছে। শুধু বক্তৃতা দিলেই নেতা হওয়া যায় না, মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হয়।”
এই বক্তব্যেই নতুন করে ক্ষোভে ফেটে পড়ে সিপিএম। তাঁদের অভিযোগ, কেরলে কমিউনিস্টদের দমন করতেই কংগ্রেস ও আরএসএস অনেক সময়েই এক ভাষায় কথা বলে। এমন এক সময়, যখন সংসদে সরকারকে চাপে ফেলতে বিরোধীরা একজোট হতে চাইছে, তখন রাহুলের এমন মন্তব্য জোটের ঐক্যে ধাক্কা দিতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।
তবে এই উত্তেজনার মধ্যেও শনিবারের ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে সিপিএমের প্রতিনিধিত্ব করেন দলের পলিটব্যুরো সদস্য এমএ বেবি। যদিও সেখানে সিপিআই নেতা ডি রাজা পরোক্ষে রাহুলকে নিশানা করে বলেন, “সমালোচনারও একটা সীমা থাকা উচিত। কিছু মন্তব্য ভুল বার্তা দেয়।”
এমন সময় যখন সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হতে চলেছে এবং বিরোধী জোট সরকারকে একজোটভাবে চ্যালেঞ্জ জানাতে চাইছে, তখন এই অভ্যন্তরীণ মতপার্থক্য ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়ে প্রশ্ন তুলছে।