খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 11:03 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১১:০৩ অপরাহ্ণ

Promo Fest 2025 : ত্রিপুরায় জুবিন নউটিয়াল কনসার্ট এর পাস বিলি নিয়ে ধুন্ধুমার কাণ্ড, অভিযোগ স্ক্যাম করেছে দপ্তর

Promo Fest 2025
1 minute read

Promo Fest 2025 : জুবিন নউটিয়াল এর কনসার্ট এর পাস বিলি নিয়ে ধুন্দুমার কাণ্ড ট্যুরিজম দপ্তরের সামনে। সারাদিন লাইনে দাঁড়িয়ে অবশেষে মেলেনি পাস, মিলেছে পুলিশের দাবড়ানি। হতাশা গ্রস্থ হয়ে শেষে ঘরে ফিরে যায় সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে লাইনে দাঁড়ানো আবাল বৃদ্ধ বনিতা সকলেই।

১২ই ডিসেম্বর। আগরতলার আস্তাবলে ঘটা করে জুবিন নউটিয়াল এর কনসার্ট এর আয়োজন হতে যাচ্ছে। আর সেই উন্মাদনায় ৯ তারিখ থেকেই ট্যুরিজম দপ্তরের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পাস সংগ্রহ করতে চলে যায় হাজার হাজার লোক। সদর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মানুষ এই পাস নিতে আসেন। অনেকেই পেয়েছেন পাস। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭ টা বাজতেই মাইক যোগে জানিয়ে দেওয়া হয় যে পাস ফুরিয়ে গেছে। যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা বাড়ি চলে যান। আর দাঁড়িয়ে লাভ নেই।
আর এই কথা শোনা মাত্রই সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকা যুবকেরা উত্তেজিত হয়ে পরে, হওয়াটাও স্বাভাবিক।

আর তার পরেই তারা একজোট হয়ে পাসের জন্যে সুর চড়াতে থাকলে একটা সময় পর গেইট খুলে দেওয়া হয়। তারা ভাবে হয়তো তাদের কে পাস দেওয়া হবে। কিন্তু না, গেইটের ভেতর যেটা ঘটলো সেটা আরও নিন্দনীয়।
ভেতর থেকে একজন আধিকারিক ভাগ ভাগ বলে যুবকদের তাড়িয়ে দিতে শুরু করলো। পুলিশ, বিএসএফ লাঠি হাতে নিয়ে তাদের কে তারা করতে শুরু করলো। ট্যুরিজম দপ্তর থেকে এই আচরণ পাওয়ার পর ক্রমশই সরে যেতে বাধ্য হল তারা।

অবশেষে তাদের হাতে নাকি পাপন কনসার্ট এর পাস ধরিয়ে দেওয়া হয়, যা কিনা অনেক দিন আগেই চলে গেছে। রাগে ক্ষোভে চিৎকার করে তারা বলতে থাকে, “ দপ্তর স্ক্যাম করেছে” । এই নিয়েও ক্ষোভে ফেটে পড়েন তারা। বলা চলে প্রোমো ফেস্ট এর এই পাস বিলি রীতিমতো স্মরণীয় হয়ে রয়ে গেল ঠিক গত বারের মতোই। একই ঘটনা বিগত বছরে ও ঘটেছিল।

• দপ্তরের মন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে ৪০ হাজারের মতো পাস প্রিন্ট করানো হয়েছে। তার মধ্যে কিছুটা অংশ যদি ভিআইপি দের জন্যে আলাদা করে দেওয়া ও হয় তার পরেও ৩০ থেকে ৩৫ হাজার পাস সাধারণ মানুষের জন্যেই থাকার কথা। কিন্তু বাস্তব অর্থে ট্যুরিজম দপ্তর থেকে এই ৩ দিন ব্যাপি কি এতো পরিমাণ পাস আদৌ বিলি হয়েছে ?

• কেউ কেউ অভিযোগ করেছেন যে মহিলা দের কিংবা মেয়েদের বাড়তি পাস দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন যে একজনই একাধিক পাস সংগ্রহ করে নিয়ে গেছেন। কেউ লাইন ছাড়াই পাস সংগ্রহ করেছেন। এধরণের বিভিন্ন কথা জনমুখে শোনা যাচ্ছে।

• অন্যদিকে সম্প্রতি বিজেপির মণ্ডল যুব মোর্চার এক সভাপতি নিজের সামাজিক মাধ্যমে জানান যে যারা যুব মোর্চার প্রোগ্রামে যায় তাদের জন্যে নাকি পাস আছে। বাকিদের ট্যুরিজম থেকে দেওয়া হবে। আর এখানেই উঠছে মূল প্রশ্ন। তবে কি মণ্ডল এর হাতেই চলে গেছে অধিকাংশ পাস ? যারা দলীয় কর্মী আছেন তারা ঘরে বসেই পেয়ে গেছেন এই পাস, আর বাকিরা শুধুই আশা নিয়ে বাড়ি ফিরলেন ? যদি এমনটাই হয় তবে আগে থেকেই কেন জানিয়ে দেওয়া হল না , যে এই অনুষ্ঠান শুধু তাদের জন্যে যারা বিজেপি দলের সমর্থক কিংবা বিজেপির অনুগামী দের জন্যেই।

তাছাড়া পাস শেষ হয়ে যাবার পর দীর্ঘ ক্ষণ লাইনে দারানো মানুষ গুলোর সাথে এহেন ব্যবহার কতটা যৌক্তিক ? দিন শেষে জুবিন নউটিয়াল ঠিক ফিরে যাবেন। কিন্তু এ রাজ্যের মানুষ কিন্তু থাকবে এখানেই। যে বহিঃরাজ্যের পর্যটক দের আকর্ষিত করতে দপ্তর এই প্রোমো ফেস্ট এর আয়োজন করছে, সেই বিদেশীরা ফিরে যাবেন। এ রাজ্যে কিন্তু স্থায়ী হয়ে থাকবেন এখান কার মানুষই।

তবে তাদের সাথে এধরণের আচরণ কি আদৌ উচিৎ ? এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে তরুণ যুবক যুবতীরা পাস পাননি, তাদের কাছে আরও বেশি অনুতাপের বিষয় তাদের সাথে করা এই দুর্ব্যবহার। দপ্তর শালীনতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারতো যা তারা করেন নি । আগামী দিনে যাতে এধরণের অনভিপ্রেত ঘটনা না ঘটে সেদিকে আরও একটু নজর দাড়ি করা হোক, আপাতত এটুকুই আর্জি আমাদের।

For All Latest Updates

ভিডিও