Postmaster arrested for giving fake notes

এবার সরাসরি সরকারি অফিস তথা কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস থেকে জাল নোট সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে।এমনই অভিযোগ । অবিশ্বাস্য হলেও সত্যি , সরকারি অফিস থেকে জাল পাঁচশো টাকার নোট সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই অভিযোগ করেন। তাও আবার খোদ পোস্ট অফিস থেকে পোস্টমাস্টার সেই জাল টাকার নোট সাধারণ মানুষের কাছে বিলি করার দায়ে গ্রামবাসীরা সংশ্লিষ্ট পোস্ট অফিসের পোস্টমাস্টারকে পুলিশের হাতে তোলে দেন। যদিও অভিযুক্ত পোস্টমাস্টার এব্যাপারে সঠিক কোনো মন্তব্য করেন নি। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৈলাসহর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে অবস্থিত ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস। এই ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিসে পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা সুজন মন্ডল। গ্রামবাসীরা জানান , ইদানীং কালে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর জাল টাকার নোট পাওয়া যাচ্ছে। এই জাল টাকার নোট পাওয়ার খবর গোটা সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় চাউর হতেই কিছু সংখ্যক গ্রামবাসীরা নিজেরা সতর্ক হয়ে গিয়ে নিজেদের মতো করে তদন্ত করতে মাঠে নামেন। গ্রামবাসীরা জানান, ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে প্রতিদিন গ্রামের সাধারণ মানুষেরা নিজেদের একাউন্টে জমানো টাকা থেকে নিজেদের প্রয়োজনে টাকা তুলতে ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিসে আসেন। সাধারণ মানুষেরা নিজেদের একাউন্ট থেকে টাকা নেবার সময় পোস্টমাস্টার সুজন মন্ডল জাল টাকার নোট দিয়ে দিচ্ছেন বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই জানান। ইদানীং কালে প্রায় প্রতিদিন ভদ্রপল্লি শাখা ডাকঘর অফিস থেকে যেসব গ্রাহকেরা নিজেদের একাউন্ট থেকে টাকা তুলছেন তাদের সবাইকে আসল টাকার সাথে জাল টাকার নোট পোস্টমাস্টার সুজন মন্ডল দিয়ে দিচ্ছেন বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীরা আরও জানান , বৃহস্পতিবার ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে গ্রামের এক মহিলা নিজের একাউন্ট থেকে টাকা তোলার সময় আসল টাকার সাথে জাল একটি পাঁচশো টাকার নোট দিয়েছেন। এবং দশ মে শুক্রবার দুপুরে গ্রামের এক যুবক ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে পাঁচ হাজার দুইশো টাকা নিজের একাউন্ট থেকে তোলার সময় এই যুবককে একটি দুইশো টাকার নোট এবং দশটি পাঁচশো টাকার নোট দিয়েছিল পোস্টমাস্টার সুজন মন্ডল। এই দশটি পাঁচশো টাকার নোট এবং একটি দুইশো টাকার নোট নিয়ে যুবকটি বাজারে এক দোকানে জিনিস ক্রয় করার সময় দেখা যায় দশটি পাঁচশো টাকার নোটের মধ্যে একটি জাল পাঁচশো টাকার নোট। এরপর এই যুবকটি পোস্টমাস্টার সুজন মন্ডলের কাছে এসে জাল নোটটি পাল্টে দেবার কথা বলার পর পোস্টমাস্টার সুজন মন্ডল নাকি যুবকের সাথে অশ্লীল আচরণ করেন বলে গ্রামবাসীরা জানান। যদিও পরবর্তী সময়ে গ্রামবাসীদের চাপে পড়ে জাল পাঁচশো টাকার নোটের পরিবর্তে

Postmaster arrested for giving fake notes
Postmaster arrested for giving fake notes

পোস্টমাস্টার আসল পাঁচশো টাকার নোট দিয়েছেন বলেও গ্রামবাসীরা জানান। এই ঘটনায় শুক্রবার দিনভর সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত অফিস প্রাংগনে তীব্র উত্তেজনা বিরাজ করেছে। পরবর্তী সময়ে গ্রামবাসীরা কৈলাসহর থানায় খবর দেওয়ার পর কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেই সময় ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের মূখ্য ডাকঘরের এক মহিলা আধিকারিক ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে উল্টোপাল্টা কথা বলায় উপস্থিত গ্রামবাসীরা মহিলা আধিকারিকের উপর উত্তেজিত হয়ে মহিলা আধিকারিককে ঘরের ভিতরে মহিলাকে রেখে তালাবন্ধী করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। পরবর্তী সময়ে পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মন্ডলকে পুলিশ কৈলাসহর থানায় নিয়ে আসে। অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মন্ডলের সাথে মূখ্য ডাকঘরের মহিলা আধিকারিকও জাল নোটের কারবারের সাথে জড়িত বলে উপস্থিত গ্রামবাসীরা জানান।এব্যাপারে অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মন্ডলকে জিজ্ঞেস করলে সুজন মন্ডল জানান , কেউ অভিযোগ করলেই কি অভিযুক্ত হয়ে গেলাম নাকি? পোস্টমাস্টার সুজন মন্ডলকে থানায় আনার সময় গ্রামবাসীদের জানিয়ে আসেন , অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মন্ডলের বিরুদ্ধে খুব দ্রুত থানায় লিখিত অভিযোগ করার জন্য। লিখিত অভিযোগ করা হলে পুলিশের তদন্ত করতে সুবিধা হবে বলেও জানান মতিলাল মালাকার।

Postmaster arrested for giving fake notes
Postmaster arrested for giving fake notes
Leave A Reply