Tuikalai JB school Mandwi Tripura
মান্দাই আর ডি ব্লকের মধ্যে মান্দাই আই এসের অধীন তুইকালাই জেবি স্কুল। এই স্কুলে মোট তিনজন শিক্ষক এবং ৯ জন ছাত্রছাত্রী রয়েছে। ৯ মে সকাল আটটায় গিয়ে স্কুলে দেখা যায় একজন শিক্ষক উপস্থিত বাকি দুজন এখনো আসেননি। যদিও সরকারি নিয়ম অনুযায়ী সাতটায় স্কুল খোলার কথা। যে শিক্ষক উপস্থিত রয়েছেন তিনি অন্যান্য শিক্ষকদের সময় মত না আসার জন্য অনেক ধানাই পানাই করে সাফাই দেন। তিনি আরো বলেন অন্যান্য দিন সময় মত আসেন আজকেই সময় মত আসেন নি। দুর্গম এরিয়াতে স্কুল তার জন্য ছাত্র-ছাত্রীরা ও খেয়েদেয়ে আসতে দেরি হয় এইভাবে তিনি শিক্ষকদের বাঁচানোর চেষ্টা করেন। পাশাপাশি তিনি বলেন স্কুলে বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা রয়েছে। নিয়মিত পানীয় জল পরিষেবা পাওয়া যায় না এবং বিদ্যুতেরও কোন স্থায়িত্ব নেই। যার কারনে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল পরিষেবায় ব্যাঘাত ঘটে। এই তুইকালাই জেবি স্কুলের প্রধান শিক্ষকের নাম মহেন্দ্র দেববর্মা।
বাকি দুজন শিক্ষক হলেন রতিরঞ্জন দেববর্মা ও সুরঞ্জন দেববর্মা। ৯ মে প্রধান শিক্ষক মহেন্দ্র দেববর্মা ও শিক্ষক রতিরঞ্জন দেববর্মা আটটার সময় ও স্কুলে পৌছাননি কোন কারন ছাড়াই। তবে এলাকাবাসীরা জানান প্রায়শই এই বিদ্যালয়টিতে সকল শিক্ষকরা উপস্থিত থাকেন না। যার ফলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় ও ব্যাঘাত ঘটে। অভিভাবকরা চান শিক্ষকরা যেন আরও দায়িত্ববান হয়। পাশাপাশি তারা দাবি করেন মান্দাই আইএস যেন নিয়মিত পাহাড়ি এলাকার স্কুলগুলিতে ভিজিট করেন।