PMAY scheme in Charilam, Tripura
প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর বঞ্চিত মহারানী দেববর্মা। ঘটনাটি চড়িলাম আরডি ব্লকের অন্তর্গত ধারিয়াথল ভিলেজের ভক্ত কোবরা পাড়া এলাকায়। এলাকার অত্যন্ত দরিদ্র পরিবার , স্বামী হারা মহারানী দেববর্মা। কাজকর্ম করে সংসার নির্বাহ করেন। বসত ঘরের অবস্থা ও ভালো নয়। বহুদিন ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি সরকারি ঘরের দাবি করে আসছিলেন মহারানী দেববর্মা। কিন্তু আজ পর্যন্ত তার কপালে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর। যার ফলে বর্ষার দিনগুলোতে কি করে এই জীর্ণ ঘরের মধ্যে থাকবেন ভেবে পাচ্ছেন না মহারানী দেববর্মা।
এদিকে জাতি জনজাতি নির্বিশেষে সকলকেই নাকি সুশাসন উপহার দিয়েছে বিজেপি সরকার, ঘটা করে এমনই বলা হচ্ছে সরকারি আমলা দের তরফ থেকে। কিন্তু তথ্য ঘাঁটলে দেখা যায় আজো বহু ঘর প্রাপক সরকারি ঘর পায়নি। কেন পায়নি সেই নিয়ে নেই কোনো তদন্ত। স্থানীয় মাতব্বরদের সাথে কথা বললেও কোনো সহযোগিতা পাওয়া যায় না। মহারাণী দেব্বরমার মতোই আরও বহু ন্যায্য সরকারি ঘর প্রাপক বঞ্চিত হয়ে আছেন রাজ্যের বিভিন্ন অংশে। সব ঘটনা প্রকাশ্যে না এলেও মহারাণী দেবীর মতোই বহু হত দরিদ্রের ঘটনা প্রকাশ্যে এলে বোঝা যায় কতটা সুশাসন চালাচ্ছে বিজেপি তিপ্রা মথা জোট।
তবুও আশা ছাড়ছেন না মহারাণী দেব্বরমা। রাজ্য সরকারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘরের দাবি করেছেন তিনি আবারো। অন্যথা এই বৃষ্টি বাদলের দিনে বড্ড অসহায় হয়ে দিন কাটাতে হবে তাদের।