ONGC bomb blasting in Bishramganj

ওএনজিসির বোম ব্লাস্টিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত গোটা গ্রামের মানুষ। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের অধীন ব্রজপুর আমতলী এলাকার বাথানমুড়া ভিলেজে। বেশ কিছুদিন ধরেই ওএনজিসি কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বোম ব্লাস্টিং করে চলেছে বাথানমুড়া এলাকায়। যার ফলে এই এলাকার অনেক গৃহস্থের ঘরবাড়ি ফেটে চৌচির হয়ে গেছে বলে অভিযোগ উঠে আসছিল। যেকোনো সময় এখন ঘরবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছে গ্রামবাসীরা। বহুবার ওএনজিসি কর্তৃপক্ষের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বোম ব্লাস্টিং বন্ধ রাখার জন্য বলা হয়েছে। কিন্তু ওএনজিসি কর্তৃপক্ষ গ্রামবাসীদের কথা রাখেনি বলে অভিযোগ। শুক্রবার অজয় চৌধুরী, আইনজীবী কেশরাম দেববর্মা, উৎপল দেববর্মা সহ গ্রামের মানুষ বিশ্রামগঞ্জ আমতলী তহশীল অফিসে এসে এক দাবি সনদপত্র জমা দিয়েছে। গ্রামের বেশ কয়েকজন একত্রিত হয়ে প্রশাসনের কাছে অবিলম্বে ক্ষতিপূরণের জন্য দাবি করেছেন।
উল্লেখ্য ওএনজিসি দীর্ঘ প্রায় ৫ মাস ধরে চড়িলাম বিশালগড় সহ বিস্তীর্ণ এলাকায় ধারাবাহিকভাবে ব্লাস্টিং করে চলেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত বহু মানুষের ঘরবাড়ি। এমনকি অনেকের সরকারি ভাবে প্রাপ্ত ঘর অর্ধনির্মিত অবস্থাতেই ফেটে চৌচির বলে অভিযোগ উঠেছে। ব্লাস্টিংয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করলেও আজ পর্যন্ত কোন এলাকাতেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়নি ওএনজিসি কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। যার ফলে বাধ্য হয়ে বাথানমুড়া এলাকার কয়েকজন গ্রামবাসী একত্রিত হয়ে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে সাদা কাগজে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে তারা আগামী দিনের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে মঙ্গলবার বিশালগড় থানাধিন মান্ডব কিল্লা থেকে ও একই অভিযোগ উঠে আসে। যেখানে গ্রামবাসীরা একই অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর জমায়েত হয়ে গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা চালানো হয়। তবুও ক্ষতিপূরণের আশ্বাস এজ আশ্বাস হয়েই থেকে গেছে। এবার এই তাণ্ডব লীলা কবে নাগাদ থামবে সেটাই দেখার বিষয়।

Leave A Reply