খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:55 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:৫৫ পূর্বাহ্ণ

PM Modi Matabari Tripura Visit : প্রসাদ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জনঢলে ভাসলো উদয়পুর

PM Modi Matabari Tripura Visit
1 minute read

PM Modi Matabari Tripura Visit : ২২শে সেপ্টেম্বর ২০২৫ , দিনটি ত্রিপুরা বাসীর হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ৫১ পিঠের অন্যতম এক সতী পিঠ মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে বিজেপি সরকারের ঐকান্তিক প্রচেষ্টা মূলে প্রসাদ প্রকল্পের আওতায় যে সমস্ত নয়া সংস্করণ ও সংযোজন করা হয়েছে তাঁর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল আজ। আর সেই আনন্দ ঘন মুহূর্তে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বায়ু সেনার বিশেষ বিমানে আজ দুপুরে আগরতলা বিমানবন্দরে এসে অবতীর্ণ হন। সেখান থেকেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে উনি হেলিকপ্টার করে আকাশপথে চলে যান উদয়পুর পালাটানা স্থিত হেলিপ্যাডে। সেখান থেকে উনার কনভয় করে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে উনি পৌঁছে যান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এই যাত্রায় গোটা রাস্তার দু ধারে বাঁশের ব্যারিকেড এর ভেতর থেকে প্রধানমন্ত্রী কে এক নজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

যদিও এটি প্রথমবার নয় যে উনি ত্রিপুরায় এসেছেন। তবে এবারের সফর বিশেষ ছিল। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের সাথে জড়িয়ে থাকা মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে প্রসাদ প্রকল্পের এই শুভ উদ্বোধন মুহূর্তে প্রধানমন্ত্রীর আগমনে সকলেই উৎফুল্ল ছিলেন। গত দুদিন ধরেই মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলার কাজ চলছিল। মন্দির চত্বরে সতেজ পদ্ম ফুল আনা হয়, যা বাবদ প্রায় ৩ লক্ষ টাকা খরচ করা হয়েছে বলে জানা যায়। এছাড়া ও উদয়পুর মহকুমা জুড়ে যে নিরাপত্তা বেষ্টনী দিতে বাঁশের ব্যবহার করা হয়েছে তাতেও প্রায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। এই সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমন কে একেবারে সর্বতোভাবে সার্থক করে তোলার চেষ্টা করেছেন সব কটি দপ্তর।

তবে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়েও এক অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে দিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। উনার বিরুদ্ধে আইন অমান্য করে মন্দির চত্বরে প্রবেশ করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। যাই হোক, সার্বিক ভাবে সব কিছু ভালো ভাবেই সম্পন্ন হয়েছে এটুকু নিশ্চিত বলা যায়।

For All Latest Updates

ভিডিও