Pistol rescued from Sonamura
একের পর এক মারণাস্ত্র পিস্তল ও গুলি উদ্ধার হচ্ছে রাজ্যে। কিছুদিন আগেই দুই যুবতীর কাছ থেকে রাজধানী আগরতলার রেল পুলিশ পিস্তল ও গুলি উদ্ধার করেছে। এর আগেও বহু বার পিস্তল উদ্ধার হয়েছে রাজ্যে।
এবার আবারো মারণাস্ত্র পিস্তল উদ্ধার হয়েছে সোনামুড়া মহকুমাধীন বেজিমারা এলাকা থেকে। ঐ এলাকার এক স্থায়ী বাসিন্দা আবুল কালাম এর বাড়ি থেকেই বরামোদ হয়েছে এই পিস্তল ও গুলি। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশের কাছে খবর যায় যে বেজিমারা এলাকার আবুল কালামের বাড়িতে পিস্তল ও গুলি মজুদ রয়েছে। তাছাড়া সোনামুড়া থানাধিন কাঁঠালিয়া ব্লকের বিডিও কে এই আবুল কালাম পিস্তল নিয়ে একাধিকবার হুমকি দিয়েছে বলেও অভিযোগ ছিল। এই নিয়ে একটি মামলা ও করা হয়েছে আবুল কালামের বিরুদ্ধে। পুলিশ এবার গোপন খবরের ভিত্তিতে পিস্তল মজুতের কথা জানতে পেরে তার বাড়িতে হানা দিয়ে সেই পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। কিন্তু অভিযুক্ত আবুল কালাম কে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের আসার খবর টের পেতেই পালিয়ে যায় আবুল। টাই জিজ্ঞাসাবাদের জন্যে তার স্ত্রী কে আপাতত থানায় নিয়ে গেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার স্ত্রী আবুলের পলায়ন কিংবা তার অসামাজিক কার্যকলাপ এর বিষয়ে কিছু বলেন কিনা সেই চেষ্টাই চালাচ্ছে পুলিশ। এদিকে কি কারণে তার বাড়িতে পিস্তল রাখা ছিল সেই বিষয়ে ও তদন্ত করছে পুলিশ। আবুল কালাম কোনো রূপ অপরাধ মূলক কাজের সাথে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দেখার বিষয় এ ঘটনার তদন্তে কিছু বেড়িয়ে আসে কি না এবং আবুল কালাম কে কত দ্রুততার সাথে আটক করতে পারে পুলিশ।