Parakala Prabhakar : ইলেক্টোরাল বন্ড নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দিলেন পরকালা প্রভাকর
প্রখ্যাত অর্থনীতিবিদ পরকালা প্রভাকর যিনি আবার দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর স্বামী উনার এক মন্তব্য কে ঘিরে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলে।
কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের জরুরী তলবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ পেয়েছে। ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড করে দেওয়া হয়েছে। আর তার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়ে গেছে এই নির্বাচনী বন্ড ইস্যু কে নিয়ে।
এই বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর স্বামী পরকালা প্রভাকর একটি জাতীয় সংবাদ মাধ্যম কে এক সাক্ষাৎকারে বলেন এই ইলেক্টোরাল বন্ড শাসক বিজেপি পার্টিকে ভারী বিপদে ফেলবে।
তিনি বলেছেন, “নির্বাচনী বন্ড ইস্যুটি বর্তমান সময়ের তুলনায় আগামীতে আরও অনেক বেশি গতি পাবে। সবাই এখন বুঝতে পারছে যে এটি শুধুমাত্র ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। এই ইস্যুটির কারণে, এই সরকারকে ভোটারদের দ্বারা কঠোর শাস্তি পেতে হবে”।
ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে নির্বাচনী বন্ডের প্রধান সুবিধাভোগী হচ্ছে শাসক বিজেপি।
বিজেপি 12 এপ্রিল, 2019 এবং 15 ফেব্রুয়ারি, 2024 এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে সর্বাধিক তহবিল পেয়েছে ₹6,986.5 কোটি টাকা। তারপরে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (₹1,397 কোটি), কংগ্রেস (₹1,334 কোটি), এবং ভারত রাষ্ট্র সমিতি (₹1,322 কোটি) টাকা বন্ড নিয়েছে।
সুপ্রিম কোর্ট, ফেব্রুয়ারিতে একটি রায়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের নির্বাচনী বন্ড প্রকল্পকে বন্ধ করে দেয়। এই বন্ড যেহেতু রাজনৈতিক দলগুলিকে বেনামি তহবিল দেওয়ার অনুমতি দেয় তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচনী বন্ড প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বন্ডের তথ্য প্রকাশের পরে, বিরোধী দলগুলি নির্বাচনী বন্ডগুলিকে বৈধ দুর্নীতি হিসাবে আখ্যায়িত করেছে, অন্যদিকে বিজেপি বলেছে যে বন্ডগুলি বাতিল করার ফলে রাজনীতিতে কালো টাকা ফেরত আসতে পারে। কিন্তু তথ্য অনুযায়ী এই নির্বাচনী বন্ডের মাধ্যমে সর্বাধিক কালো টাকা গিয়েছে শাসক দলের তহবিলে পরিবর্তে বহু অপরাধীর অপরাধ এবং শাস্তি মুকুব করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর স্বামী পরকালা প্রভাকর এর বক্তব্য অনুযায়ী এই নির্বাচনী বন্ড ইস্যু গোটা দেশে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মনে কেন্দ্র সরকার কে নিয়ে প্রশ্নের উদয় ঘটিয়েছে। যার একটা বিরাট প্রভাব পড়তে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনের উপর। শিক্ষিত সমাজের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত ঘোটালা বোঝার মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে। যে কারণে শিক্ষিত কর্মচারী ভোটার দের অধিকাংশ ভোট বিজেপির বিপক্ষে হবে বলেও আন্দাজ কড়া যাচ্ছে। পাশাপাশি বিগত কিছু সময়ের মধ্যেই বিরোধীদের দমন করতে কেন্দ্রের পক্ষ থেকে গৃহীত একের পর এক পদক্ষেপ ও মানুষের মনে দাগ কেটেছে। সার্বিক দিক থেকে এই নির্বাচন ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আর এতে শাসক শিবির কে তীব্র জটিলতা ও চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে বলেও অনুমান করা হচ্ছে।