Pahelgaon Hasim Musa : কাশ্মীর উপত্যকায় আবারও সাফল্যের ছাপ রাখল ভারতীয় সেনা। বহু প্রতীক্ষিত সেই অভিযান অবশেষে সফল—পাহেলগাঁও হামলার মূল চক্রী, কুখ্যাত জঙ্গি হাসিম মুসা এখন অতীত। সোমবার ভোরে হারওয়ানের গভীর জঙ্গলে সেনার স্পেশাল ফোর্সের হাতে নিকেশ হল তিন জঙ্গি, যার মধ্যে ছিল এই মূল অভিযুক্ত।
পাহাড় ঘেরা হারওয়ান। একদিকে নিস্তব্ধ জঙ্গল, আর তার মধ্যেই চলে দীর্ঘক্ষণ গুলির লড়াই। ভোরের আবছা আলোয় শুরু হয়েছিল অভিযান—শেষ হয় তিন জঙ্গির মৃত্যু দিয়ে।
সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় এই অপারেশন। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, পাহেলগাঁও-তে সম্প্রতি যে জঙ্গি হামলা হয়েছিল, তার সঙ্গে সরাসরি যুক্ত ছিল হাসিম মুসা। হামলায় প্রাণ গিয়েছিল অন্তত ২৬ জন নিরীহ মানুষের।
এই ঘটনার পর থেকেই গোয়েন্দা বিভাগ এবং সেনা নজর রাখছিল ডাচিগাম লাগোয়া অঞ্চলে। অবশেষে সোমবার সেই বহু চর্চিত অভিযানের পর তিন জঙ্গিকে ঘায়েল করতে সক্ষম হয় বাহিনী।
সেনা জানিয়েছে, পুরো এলাকা এখনও ঘিরে রাখা হয়েছে। কারণ, আশঙ্কা রয়েছে—জঙ্গলে আরও কেউ লুকিয়ে থাকতে পারে। অভিযান চলছে, এবং এই অপারেশন একবার আবারও দেখিয়ে দিল, ভারতীয় সেনা জঙ্গি দমনে কোনও রকম ছাড় দেয় না।
উল্লেখ্য, নিহত হাসিম মুসার বিরুদ্ধে সীমান্তপারের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার প্রমাণও হাতে এসেছে গোয়েন্দা বিভাগের।
এই সাফল্যের ফলে কিছুটা স্বস্তি ফিরেছে কাশ্মীরবাসীর মনে। যদিও হুমকি এখনও পুরোপুরি কাটেনি, তবুও এই বার্তাই স্পষ্ট—সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সদা সতর্ক এবং প্রস্তুত।