খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:27 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:২৭ পূর্বাহ্ণ

NSUI Press Meet : ত্রিপুরার সব কটি সরকারি স্কুলে একই রকম পোশাক এর নির্দেশ মানতে আপত্তি জাহির করলো এনএসইউআই , দেখালো কারণ

NSUI Press Meet
1 minute read

NSUI Press Meet : শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এনএসইউআই এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক এর আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা ও যুব নেতা আমির হোসেন। উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরা শিক্ষা দপ্তর একটি নতুন মেমোরেন্ডাম জারি করেছে।
যাতে মূলত ত্রিপুরার সমস্ত সরকারি বিদ্যালয় গুলোর ইউনিফর্ম এক ধরণের করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিদ্যা জ্যোতি স্কুল, পিএমশ্রি স্কুল গুলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই নির্দেশ অনুযায়ী সকল সরকারি বিদ্যালয় গুলিতে একই ধরণের পোশাক পরিধান করতে হবে শিক্ষার্থীদের। একে স্টেন্ডারডাইজ স্কুল ইউনিফর্ম বলে উল্লেখ করা হয়েছে।

তবে এক্ষেত্রে রাজ্যের ৪টি স্কুলের নাম বাদ রাখা হয়েছে। যার মধ্যে রাজধানীর ৩ টি স্কুল যথাক্রমে, উমাকান্ত একাডেমি, সুখময় স্কুল, শিশু বিহার স্কুল এবং ঊনকোটি জেলার পিএম শ্রী রাধা কিশোর ইন্সটিটিউট এর নাম বাদ রাখা হয়েছে।

রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক গৃহীত এই গোটা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এর বিরোধিতা করেছে এনএসইউআই। এর মধ্যে দিয়ে রাজ্যের বনেদী স্কুল গুলো নিজেদের নিজস্বতা হারাবে, এতে করে ক্ষতি গ্রস্থ হবেন বহু ব্যবসায়ী মহল। তাছাড়া আরও বলা হয়েছে নতুন ইউনিফর্ম গুলো কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো হবে। অর্থাৎ স্থানীয় যে কাপড় এর ব্যবসায়ী মহল কিংবা সেলাই এর কাজ করা দর্জি রা আছেন তাদের কেও বিশাল মাপের আর্থিক ক্ষতির মুখে ফেলা হবে।

এই সব কারণ দর্শীয়ে এই নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে এনএসইউআই। এছাড়াও বিদ্যালয় গুলি নিজেদের ইউনিফর্ম দিয়ে নিজেদের পরিচিতি প্রকাশ করতে পারতো। এই সিদ্ধান্তের ফলে তা আর হবে না।

এই সিদ্ধান্ত কে চরম আখ্যা দিয়ে আগামী দিনে এই নিয়ে ময়দানে নেমে আন্দোলনের ডাক দিয়েছে এনএসইউআই। ততসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার গুজরাতি দের সুবিধা পাইয়ে দিতে এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মারার চিন্তা ধারা গ্রহন করেছে বলেও আক্ষেপ প্রকাশ করেন তারা।

For All Latest Updates

ভিডিও