খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 13 November 2025 - 05:16 PM
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ - ০৫:১৬ অপরাহ্ণ

North Tripura News : বিলথৈ গ্রামে ৮ দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের ডেপুটেশন

North Tripura News
1 minute read

North Tripura News : উত্তর ত্রিপুরার বিলথৈ গ্রামে ক্ষেতমজুরদের ন্যায্য অধিকার ও জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, বিলথৈ ইউনিটের পক্ষ থেকে পঞ্চায়েত সচিবের নিকট এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করা হয়। গ্রামের জনগণের জরুরি ৮ দফা দাবিসনদ তুলে ধরে ইউনিয়নের প্রতিনিধিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি মতিলাল দাস, বিলথৈ ইউনিটের সদস্য খলিলুর রহমান, মিত্রা রায়, সফিকুর রহমান ও প্রণব নাথ। তারা জানান, দীর্ঘদিন ধরেই গ্রামের সাধারণ মানুষের মৌলিক সমস্যা গুলি উপেক্ষিত হচ্ছে।

দাবিগুলির মধ্যে রয়েছে — বছরে ২০০ দিন রেগার কাজ ও ৩৪০ টাকা মজুরি নির্ধারণ, চাঁনপুর এলআই প্রজেক্ট চালু করা, ৬০ বছরের ঊর্ধ্বে সকল ক্ষেতমজুরকে বয়স্ক ভাতা প্রদান, প্রকৃত দরিদ্র পরিবারকে বি.পি.এল কার্ড দেওয়া, ভগ্ন রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, গ্রীষ্মকালে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গ্রাম সভায় স্বচ্ছ হিসাব প্রদান এবং কাজের ওয়ার্ক অর্ডারের কপি নোটিশ বোর্ডে প্রকাশ করা।

উপস্থিত ইউনিয়ন সদস্যরা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত এই ৮ দফা দাবি বিবেচনা করবে এবং সাধারণ ক্ষেতমজুর ও গ্রামের মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

For All Latest Updates

ভিডিও