খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 29 August 2025 - 09:24 PM
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ - ০৯:২৪ অপরাহ্ণ

North East Tourism Development : ত্রিপুরায় পর্যটন খাতে উন্নয়ন, নতুন হোমস্টে প্রকল্পে জীবিকার সম্ভাবনা

North East Tourism Development
1 minute read

North East Tourism Development : অবকাঠামো উন্নয়ন থেকে কর্মসংস্থানের দিগন্ত , ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা এখন ধীরে ধীরে পর্যটন মানচিত্রে বড় ভূমিকা নিতে শুরু করেছে। সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, পাহাড়ি দৃশ্যপট এবং জনজাতি সংস্কৃতির বৈচিত্র্যে ভরপুর এই রাজ্যে পর্যটন অবকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্প গত কয়েক বছরে বাস্তবায়ন করা হয়েছে। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সম্প্রতি লোকসভায় পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি সিং দেববর্মণের প্রশ্নের জবাবে এই উন্নয়ন চিত্র তুলে ধরেন।

মন্ত্রী জানান, শুধু পরিকাঠামো গড়ে তোলাই নয়, পর্যটনের মাধ্যমে স্থানীয় জনজাতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের বিষয়টিকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে এবং নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

২০১৮-১৯ অর্থবর্ষে ‘পর্যটন সার্কিট উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ত্রিপুরার একাধিক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে মোট ৪৪.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। এই অর্থে উন্নত হয়েছে –

আগরতলা শহর ও আশপাশের পর্যটন কেন্দ্র

সিপাহিজলা বন্যপ্রাণী অভয়ারণ্য

মেলাঘর ও নীরমহল জলমহল

উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দির

অমরপুর ও তীর্থমুখ

ডুম্বর হ্রদ অঞ্চল

নারিকেলকুঞ্জ ও গণ্ডাছড়া

আমবাসা জনজাতি অধ্যুষিত অঞ্চল

এছাড়া একই বরাদ্দের আওতায় সুরমা, ঊনকোটি, জম্পুই পাহাড়, গুণবতী, ভূবনেশ্বরী মন্দির, বক্সনগর, চোত্তাখোলা, পিলাক ও আভাংছড়া পর্যটনকেন্দ্রেরও পরিকাঠামো উন্নয়ন সম্পন্ন হয়েছে। মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সবকটি প্রকল্পের কাজ শেষ হয়েছে।

অবকাঠামোর পাশাপাশি এখন কেন্দ্রের নজর স্থানীয় জনগোষ্ঠীর হাতে কর্মসংস্থান পৌঁছে দেওয়া। পর্যটকদের থাকার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে শুরু হয়েছে ‘পিএম-যুগা হোমস্টে উদ্যোগ’।

এই প্রকল্পের মূল লক্ষ্য :

সারা দেশে ১,০০০টি নতুন হোমস্টে গড়ে তোলা

প্রতিটি পরিবারকে নতুন করে দুটি কক্ষ নির্মাণে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা

বিদ্যমান কক্ষ সংস্কারে ৩ লক্ষ টাকা সহায়তা

হোমস্টে মালিকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ

এর ফলে স্থানীয় পর্যায়ে আয় বৃদ্ধি, স্বনির্ভরতা এবং জনজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ঘটবে বলে মনে করা হচ্ছে। তবে পর্যটনমন্ত্রী স্বীকার করেছেন, এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে কোনও অর্থ বরাদ্দ কার্যকর হয়নি।

পর্যটন খাতের স্থায়ী উন্নয়নের জন্য শুধুমাত্র অবকাঠামো যথেষ্ট নয়। প্রয়োজন প্রশিক্ষিত গাইড ও ফ্যাসিলিটেটর। সেই লক্ষ্যেই চালু হয়েছে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফ্যাসিলিটেটর (আইআইটিএফ) সার্টিফিকেশন প্রোগ্রাম’।

তপশিলী জাতি ও তপশিলী জনজাতির প্রার্থীদের জন্য ফি-ছাড়ের ব্যবস্থা রয়েছে।

অনলাইনভিত্তিক এই প্রোগ্রামে প্রার্থীরা প্রাথমিক, উন্নত (ঐতিহ্য ও অ্যাডভেঞ্চার), কথ্য ভাষা ও রিফ্রেশার কোর্স করতে পারবেন।

এর ফলে পর্যটন শিল্পে প্রশিক্ষিত মানবসম্পদের ঘাটতি পূরণ হবে এবং স্থানীয় তরুণ-তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।

ত্রিপুরার পর্যটন সম্ভাবনা তুলে ধরতে কেন্দ্রীয় মন্ত্রক শুধু অবকাঠামো ও প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই। মন্ত্রকের সহায়তায় গত পাঁচ বছর ধরে ত্রিপুরায় নিয়মিতভাবে ডিপিপিএইচ প্রকল্পের অধীনে মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

এছাড়া প্রদর্শনী, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচারমূলক ইভেন্টের মাধ্যমেও ভারতের বহুমুখী পর্যটন সম্পদ দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরা হচ্ছে।

যদিও প্রকল্পগুলির কাজ শেষ হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে, তবুও বাস্তবে টেকসই পর্যটন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

পরিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটন বাড়ানো

জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণ ও সঠিকভাবে উপস্থাপন

আন্তর্জাতিক পর্যটকের কাছে ত্রিপুরাকে আরও আকর্ষণীয় করে তোলা
এসব বিষয় এখন নীতিনির্ধারকদের প্রধান চিন্তার জায়গা।

তবে পর্যটন বিশেষজ্ঞদের মতে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, হোমস্টে সংস্কৃতি এবং প্রশিক্ষিত গাইডের সমন্বয় ঘটলে আগামী দশকে ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান পর্যটন হাব হয়ে উঠতে পারে।

লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত যে তথ্য দিয়েছেন, তা থেকে স্পষ্ট – ত্রিপুরায় পর্যটনের ভবিষ্যৎ উজ্জ্বল। এখন প্রয়োজন ধারাবাহিক নজরদারি, দ্রুত অর্থ বরাদ্দ ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতের পর্যটন মানচিত্রে ত্রিপুরা নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলেই মনে করছেন পর্যটন মহল।

For All Latest Updates

ভিডিও