Nine Bangladeshi intruder arrested

সীমান্ত লাগোয়া পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে অবাধে সীমান্তের কড়া নিরাপত্তা ব্যবস্থা কে ম্যানেজ করে এবং কাঁটা তারের বেরা টপকে ত্রিপুরা কে করিডোর করে অবাধে এই দেশে ঢুকে পড়ছে কিছু বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী।
নিরন্তর রাজধানী আগরতলার রেল স্টেশন থেকে আটক করা হচ্ছে তাদের। জিআরপি থানা বাবুদের হাতে নিত্যদিনই এধরণের অবৈধ প্রবেশকারী রা ধরা পড়ছে। তাদের দাবী তারা দেশের মেট্রো পলিটন সিটি যেমন কলকাতা, দিল্লী, মুম্বাই ইত্যাদি জায়গায় যাওয়ার উদ্দেশ্য নিয়েই ত্রিপুরায় প্রবেশ করছে। পাসপোর্ট ভিসা ছাড়াই এ পারে প্রবেশ কিভাবে করছে তারা সেই নিয়ে কোনো হদিশ নেই।
নিত্যদিনের মতোই আরও একবার এক যোগে ৯ জন পুরুষ ও মহিলা বাংলাদেশী নাগরিক কে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ।
আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করেছে জিআরপি থানার পুলিশ। জানা যায়, ৬ মহিলা সহ ৯ বাংলাদেশি বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করেছিল। সেই খবর জিআরপি থানাবাবুদের কাছে ছিল আগেই। শনিবার রাএিতে তাদের গ্রেফতার করা হয়। আগরতলা রেল থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমকে জানান, ধৃতরা হলো নিলুপা বেগম , জন্নতি আকতার, মিরাজ খান , আকাশ হাওলাদার লিটন হাওলাদার, সালমা বেগম, রিপন প্রামাণিক, ইব্রাহিম আকুন্দ, এবং সুরভী আলী। এই ৯ জন দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছিল। রবিবার তাদের আদালতে হাজির করা হবে বলেও ওসি জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে এখন বাংলাদেশি ধরা পড়ার ঘটনা ক্রমশই বাড়ছে। রেলে করে দেশের বিভিন্ন জায়গায় যেতে ত্রিপুরা কে করিডোর করছে বাংলাদেশী অনুপ্রবেশ কারীরা। এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে আর তাদেকে সহযোগিতা করছে এক দল দালাল চক্র । কিন্তু সেই চক্র কে এখন পর্যন্ত বাগে আনতে পারেনি পুলিশ। যদিও থানাবাবুরা চেষ্টায় কমতি রাখছেন না। তাদেরকেও ধরার জন্য তদন্ত চালাচ্ছে জিআরপি থানার ওসি বলে জানিয়েছেন তিনি।

Leave A Reply