New scam case revealed

প্রতারকের ফাঁদে পরে মুহূর্তেই সাফ ৬৮ লক্ষ টাকা, মাথায় হাত প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তার

প্রতারকদের প্রতারণার ফাঁদে পরে যাওয়া থেকে খুব সাবধান। নিত্যদিন এধরণের বিজ্ঞাপন , ম্যাসেজ , নোটিফিকেশান কত কিছুই না আসে আমাদের মোবাইলে। তার পরেও একাংশ সতর্কতা অবলম্বন করতে ভুলে যান। হয়তো কখনো কখনো অধিক মুনাফা লাভ কিংবা সহজে কাজ সারার অজুহাতে ভুল ভাল লোকের হাতে সোপে দেন মোটা মোটা অর্থের বান্ডেল। আর এধরণের কিছু লোকের সরলতার ফায়দা লুটে কোটি পতি হয়ে যাচ্ছে কিছু প্রতারক। এমনই কিছু প্রতারকের চক্করে পরে মুহূর্তেই এক যোগে ৬৮ লক্ষ টাকা খোয়ালেন ত্রিপুরার এক ব্যক্তি।
পেশায় উনি ছিলেন প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা। উনার নাম ডঃ কানুলাল ভৌমিক। গত রবিবার কিছু প্রতারক উনার সাথে ফোনালাপে মোটা অঙ্কের টাকা দাবী করে। পরিবর্তে উনাকে তার মুনাফা দেওয়ার প্রলোভন দেখায়। ততসঙ্গে হুঁশিয়ারি দেয় যাতে তিনি এই কথা উনার পরিবারের কাউকে এমনকি তার স্ত্রী কে পর্যন্ত না জানান। যদি এমনটা হয় তবে নাকি উনার প্রাণ নাশ ও হতে পারে।
এর পর বিগত তিন থেকে ৪ দিনের মধ্যেই তিন দফায় নাকি ডঃ কানুলাল এর কাছ থেকে তারা টাকা নেয়। যার মোট পরিমাণ গিয়ে দাড়ায় ৬৮ লক্ষ টাকা। এর পর তাদের কে ফোন করলে দেখা যায় ফোন নম্বর বন্ধ এবং তাদের পক্ষ থেকে ও আর উনার সাথে কোনো যোগাযোগ করা হয়না। অবশেষে বিশাল রকমের প্রতারণার খপ্পরে পড়ার কথা বুঝতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা জানান। উল্লেখ্য, উদয়পুর আর কে পুর থানায় তিনি মামলা দায়ের করেন।
এধরণের প্রতারনায় শিকার এর আগেও বহু লোক হয়েছেন। যাতে করে নিমেষেই নিঃস্ব হয়ে গেছে বহু জীবন। এর পরেও কিভাবে মানুষ এদের খপ্পরে পরে যাচ্ছেন সেটাই ভাবার বিষয়। এধরণের ডিজিটাল স্কেমার দের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরী। অন্যথা আপনি ও কোন না কোন দিন এদের খপ্পরে পড়তে পারেন। সুতরাং সাবধানতা অবলম্বন অবশ্যই করুন।

Leave A Reply