Netaji subhash birthday celebrated in Tripura

নেতাজীর স্মৃতি চারণে এগিয়ে এলেন সকলে

শাসক থেকে বিরোধী, ছাত্র সংগঠন কিংবা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী – সকলে মিলেমিশে দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করলেন মহা সমারোহে।
শাসক দল বিজেপির প্রদেশ কার্যালয়ে এদিন সকাল সকাল দলের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আরও অনেকেই উপস্থিত হন। নেতাজীর ছবি তে ফুলের মালা দিয়ে, উনার চরণে পুষ্প ও স্তবক উৎসর্গ করে এদিন নেতাজীর জন্মদিন তথা পরাক্রম দিবস উদযাপন করেন তারা। নেতাজীর কীর্তি নিয়ে ও আলোচনা করেন।
এদিন বিরোধী হাত শিবিরের পক্ষ থেকেও নেতাজীর প্রতি যথাযোগ্য মর্যাদা সহকারে উনার জন্ম দিবস টি উদযাপন করা হয়। পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে এদিন নেতাজীর প্রতিকৃতিতে ফুল মাল্য দিয়ে উনাকে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ মহিলা কংগ্রেস সভানেত্রী ও অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা। নেতাজীর আমরন সংগ্রাম ও লড়াই এর ইতিহাস কে স্মরণ করার পাশাপাশি উনার স্বাধীন ও ইংরেজ শাসন মুক্ত ভারত গড়ার স্বপ্ন কে বাস্তবায়িত করার প্রয়াস কে কুর্নিস জানান আজ সকলেই। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর অবদান অবিস্মরণীয়।
এছাড়াও এআইডিএসও, এ আই এম এস, এ আই ডি ওয়াই ও-এর যৌথ উদ্যোগেও এদিন নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করা হয় পোস্ট অফিস এলাকায়। আপোষ হীন ধারার শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন সুভাষ চন্দ্র বসু। উনার স্বপ্ন কেবল মাত্র দেশ কে স্বাধীন করাই ছিল না। উনি বুঝেছিলেন যে এই দেশের সমাজ ব্যবস্থায় একটি সার্বিক পরিবর্তন প্রয়োজন। তাই উনি শোষণ মুক্ত, জাত পাত নির্বিশেষে সবার মাঝে সৌভ্রাত্রিত্ব সম সম্পর্ক গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন , একথা ও বললেন এদিন ছাত্র যুব সংগঠনের শীর্ষ নেতৃত্বরা।
এছাড়াও রাজধানী সহ রাজ্যের প্রতিটি মহকুমা তে বিশেষ বিশেষ শোভাযাত্রা ও রেলির মধ্যে দিয়ে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে এবছরে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালিত হয়েছে।

Leave A Reply