খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 31 July 2025 - 03:16 PM
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ - ০৩:১৬ অপরাহ্ণ

Neermahal News : রুদ্রসাগরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

Neermahal News
1 minute read

Neermahal News : ত্রিপুরার মেলাঘরের পালপাড়া এলাকার এক যুবক, নিকেশ দাস (২২), সাঁতার জানলেও জলে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন।

জানা গেছে, বুধবার সকালে নিকেশ দাস রুদ্রসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎই কোনও অজানা কারণে তিনি জলে ডুবে যান। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন।

খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিকেশের দেহ উদ্ধার করেন। পরে তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিকেশের পরিবারের সদস্যরা। একইসাথে ঘটনাটির খবর মেলাঘর থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল উভয় জায়গাতেই উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিকেশ দাসের মৃতদেহ বর্তমানে মেলাঘর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই আকস্মিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

For All Latest Updates

ভিডিও