খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:31 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩১ পূর্বাহ্ণ

NCC PS News : জিবি হাসপাতালে ডাক্তার নার্সের সাথে দুর্ব্যবহার, অভিযোগ মূলে গ্রেফতার দুইজন

NCC PS News
1 minute read

NCC PS News : হাসপাতালে এক রোগী পরিজনের দুর্ব্যবহারের শিকার হয়ে থানায় মামলা করলেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার অন্যতম রেফারেল হাসপাতাল জিবিপি তে। একটি হুইল চেয়ার কে নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা বলে জানা গেছে।

বিবরণে প্রকাশ, সোমবার রাতে এক রোগীর পরিজনেরা হাসপাতালের মহিলা ওয়ার্ড এর ভেতরে একটি হুইল চেয়ার নিয়ে ডাক্তার ও নার্স দের সাথে প্রথমে বিবাদে লিপ্ত হন। তার পর ঐ দুই রোগী আত্মীয় তাদের উপর চড়াও হওয়া এবং তাদের কে শারীরিক ভাবে নিগৃহীত করার চেষ্টা করে বলে অভিযোগ।

এই নিয়ে সাথে সাথেই নিকটস্থ এনসিসি থানায় মামলা করেন চিকিৎসকেরা। অভিযুক্তদের নাম অভিজিৎ শীল ও অভিজিৎ দাস। তাদের বিরুদ্ধে মামলা গ্রহন করে এনসিসি থানার পুলিশ তাদের কে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার তাদের কে কোর্টে প্রেরন করা হয়।

এই ঘটনায় পুলিশের ভূমিকা স্বাভাবিক ভাবেই কুর্নিশ যোগ্য হলেও উঠছে একাধিক প্রশ্ন। রোগী পরিজন এর হুমকির শিকার চিকিৎসক দের ন্যায় বিচার পাইয়ে দিতে পুলিশ তাৎক্ষণিক ভাবে যে ভূমিকা পালন করেছে রোগী পাল্টা ঘটনায় কি একই ব্যবস্থা নেয় পুলিশ ? বিভিন্ন সময় রোগী পরিজনদের পক্ষ থেকে চিকিৎসক দের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ থাকে। পুলিশের দ্বারস্থ হয়ে বিচারের দাবী জানান তারা। কিন্তু আঁখেরে বিচার পান না।

প্রশাসন এর এই দ্বিচারিতার কারণে অনেক ক্ষেত্রেই চিকিৎসকেরা ও অন্যায় করে পাড় পেয়ে যান। যদিও , এই ঘটনার প্রসঙ্গ টেনেই বিষয়টি আলোচনায় উঠে আসছে। জিবি হাসপাতাল এধরণের বহু ঘটনার সাক্ষী থাকে প্রায় প্রতিনিয়তই। সুতরাং এই ঘটনার মতোই অন্যান্য ক্ষেত্রে ও যদি পুলিশ একই ভূমিকা পালন করে তাহলে অপরাধের মাত্রা অচিরেই কমে আসবে এটাই প্রত্যাশিত।

For All Latest Updates

ভিডিও