Nayan Sarkar, Bamutia MLA
২০২৩ এর বিধানসভা নির্বাচনে বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে শাসক দল বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণধন দাস কে ২০২৬ টি ভোটে হাড়িয়ে জয়ী বিধায়ক হয়েছিলেন বামেদের নয়া মুখ নয়ন সরকার। ২০১১৯ টি ভোট গিয়েছিল বামেদের ঘরে এই কেন্দ্র থেকে। যদিও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি বাম শিবির কিন্তু তবুও নিজের জয়ী বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে যথা সম্ভব কাজ করে যাচ্ছেন নয়ন সরকার।
স্থানীয় দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং বিধানসভা কেন্দ্রের সার্বিক সমস্যা গুলো ক্ষতিয়ে দেখতে কোনো সুযোগ হাত ছাড়া করছেন না তিনি। সোমবার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু জরুরী যোগাযোগের মাধ্যম তথা পথ ঘাট কে সংস্কার করা এবং কাঁচা রাস্তা গুলিকে পাকা করার জন্যে পিডবলুডি এর এসডিও কে নিয়ে ঐ সমস্ত এলাকা পরিদর্শনে যান তিনি।
উল্লেখ্য, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামালঘাট এর তাতিপাড়া থাকে দাস পাড়া, কপালি পাড়া, নন্দনগর এলাকার কিছু রাস্তা সহ বিশেষ অনেক গুলা রাস্তাই বেহাল দশায় ধুঁকছে। সাময়িক ইট পাথর দিয়ে আবৃত এই রাস্তা গুলি কে পাকা পাকি ভাবে সংস্কার তথা পুনঃ নির্মাণ করতে উদ্যোগ নিচ্ছেন বিধায়ক। গোটা বামুটিয়া বিধানসভা কেন্দ্রের গণদেবতা দের সার্বিক সুবিধে অসুবিধে গুলো সমাধান করে দেওয়ার জন্যে রাজ্য সরকার ও দপ্তরের কাছে দাবী রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
এই বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে ২০১৮ সালে বিজেপির প্রার্থী হিসেবে জয় লাভ করেছিলেন বিজেপির প্রার্থী কৃষ্ণধন দাস। দীর্ঘ ৫ বছর এলাকার বিধায়ক থাকলেও বামুটিয়ায় তেমন কোনো উন্নয়ন কিংবা পরিবর্তন সাধন করা সম্ভব হয়ে উঠেনি উনার জন্যে। হয়তো হঠাৎ করে এতো বড় দায়িত্ব পেয়ে হয়তো তিনি বুঝেই উঠতে পারেননি কি করবেন । যদিও এই এলাকার জন্যে বিধায়ক নয়ন সরকার ও একটি নতুন জয়ী মুখ। তবে বিধায়ক হিসেবে উনার দায় দায়িত্ব পালনের চিত্র দেখে স্থানীয়দের মনে কিছুটা হলেও উনার প্রতি আশা নিশ্চয়ই রয়েছে যে হয়তো বামুটিয়ার মানুষের ভাগ্য ফেরাতে এবং তাদের সার্বিক সুযোগ সুবিধা দিতে কিছুটা হলেও সফল হবেন বামেদের নতুন বিধায়ক নয়ন বাবু। দেখা যাক, উনার এই প্রয়াস আগামী দিনে বামুটিয়ার মানচিত্রে কোনো পরিবর্তন আনতে পারে কি না।