খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 23 July 2025 - 09:40 PM
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ০৯:৪০ অপরাহ্ণ

Nari Samiti News : লক্ষ্মী সায়গলের ১৪তম প্রয়াণ দিবসে বামপন্থী নারী নেত্রীদের শ্রদ্ধাঞ্জলি

Nari Samiti News
1 minute read

Nari Samiti News : আজ, ২৩শে জুলাই, বিশিষ্ট বামপন্থী নেত্রী ও স্বাধীনতা সংগ্রামী ডা. লক্ষ্মী সায়গলের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে আয়োজিত হলো এক স্মরণসভা। সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষস্থানীয় নেত্রীরা সহ বিভিন্ন মহকুমা থেকে আগত বামপন্থী নারী নেত্রীরা।

অনুষ্ঠানটির সূচনা হয় ডা. সায়গলের প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালনের মাধ্যমে। এরপর একে একে বক্তব্য রাখেন উপস্থিত নেত্রীরা, যেখানে তারা তাঁর বিপ্লবী ভূমিকা, আজাদ হিন্দ ফৌজে তাঁর অবদান এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর নির্ভীক নেতৃত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ডা. লক্ষ্মী সায়গল ছিলেন আজাদ হিন্দ ফৌজের অধীনে গঠিত রানি ঝাঁসি বাহিনীর কমান্ডার এবং আজাদ হিন্দ সরকারের মহিলা বিষয়ক মন্ত্রী। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও প্রেরণা যোগায় নারীমুক্তির আন্দোলনে যুক্ত কর্মীদের।

সভায় বক্তারা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও নারী নিপীড়নের বিরুদ্ধে আজকের লড়াইকে আরও তীব্র ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। তাঁরা জানান, লক্ষ্মী সায়গলের আদর্শকে সামনে রেখে আগামী প্রজন্মের নারীদের সচেতন ও সংগঠিত করাই এখন সময়ের দাবি।

এই প্রয়াণ দিবস স্মরণ করিয়ে দিল, একটি জীবন কিভাবে সংগ্রাম ও আদর্শের প্রতীক হয়ে ওঠে—লক্ষ্মী সায়গলের জীবন তার জ্বলন্ত উদাহরণ।

For All Latest Updates

ভিডিও