খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 15 June 2025 - 10:40 AM
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১০:৪০ পূর্বাহ্ণ

Mumbai Local Train Accident News: ট্রেন থেকে ছিটকে পড়লেন যাত্রীরা, মর্মান্তিক ঘটনায় হাহাকার করছে মুম্বাই

Mumbai Local Train Accident News: ট্রেন থেকে ছিটকে পড়লেন যাত্রীরা, মর্মান্তিক ঘটনায় হাহাকার করছে মুম্বাই
1 minute read

Mumbai Local Train Accident News: মুম্বাই মানেই যেখানে চোখ ধাঁধানো সব দৃশ্য সেখানে নিত্যদিন বহু যান দুর্ঘটনার ঘটনা অহরহ ঘটে থাকে। এবার মুম্বাই এর লোকাল ট্রেন দুর্ঘটনায় আতকে উঠেছে গোটা দেশ। লোকাল ট্রেন মানেই অগণিত যাত্রী আর ভিড় ঠেলাঠেলি। আর তাতেই দুর্ভাগ্যবশত প্রাণ খোয়াতে হল বহু যাত্রী কে।

মুম্বাই, দিল্লী, কলকাতার মতো মেট্রোপলিটন শহর গুলিতে একদিকে যেমন জনসংখ্যা রয়েছে ব্যাপক হারে তেমনি নিত্যদিন যাত্রী দের দৌড়ঝাঁপ ও নেহাত কম নয়। স্কুল , কলেজ, অফিস , আদালত সর্বত্র ছুটে যেতে এই শহর গুলিতে বেশিরভাগ মানুষ ট্রেন এর উপরেই নির্ভরশীল।

এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। কিন্তু অবশ্যই প্রাণের ঝুঁকি নিয়ে। কারণ ৩০ জনের একটি কেবিনে যদি ৩০০ লোক প্রবেশ করে তাহলে নির্দ্বিধায় ঝুঁকি তো থাকবেই। আর এমনই কিছু কারণে এবার মুম্বাই লোকাল ট্রেন থেকে ট্র্যাকে ছিটকে পড়েছেন ১২ জন। তার মধ্যে প্রায় ৫ জন মারা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাই এর থানে জেলার মুম্বরা স্টেশনে। জানা গেছে, দুর্ঘটনা গ্রস্থ ট্রেন টি মুম্বাইএর ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন থেকে মুম্বরা হয়ে থানের কসারা রুটের দিকে যাচ্ছিলো। কামরা গুলোতে ক্যাপাসিটির তুলনায় অধিক পরিমাণে যাত্রী থাকার কারণে ভিড় থেকে ছিটকে পরে যান কিছু যাত্রী। তাদের কে তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পর ভারতীয় রেল জানিয়েছে যে মুম্বাই এ ক্রমবর্ধমান জনসংখ্যা ও যাত্রীদের প্রয়োজনীয়তা কে মাথায় রেখে মুম্বাই ট্রেন এ কামড়ার সংখ্যা বৃদ্ধি এবং তাতে অটোম্যাটিক ডোর ওপেন ও ক্লোজিং এর ব্যবস্থা করা হচ্ছে। যাতে করে এধরণের দুর্ঘটনা পুনরায় না ঘটে।
এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে একজন জিআরপি পুলিশ ও ছিলেন। গোটা ঘটনায় নিহত দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

For All Latest Updates

ভিডিও