Mukhtar Ansari death. A mystery : মুখতার আনসারীর মৃত্যু, হৃদ রোগে আক্রান্ত নয়, দেওয়া হয়েছে বিষ !

উত্তর প্রদেশের গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারীর আকস্মিক মৃত্যু। পরিবারের তরফে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হবার দাবী।

গ্যাংস্টার মুখতার আনসারীর জেলে মৃত্যু

হাজতে থাকাকালীন হঠাৎ মৃত্যু। দাবী করা হচ্ছিলো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আনসারী । কিন্তু অভিযোগ উঠেছে হত্যার। খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। ২৮শে মার্চ, ২০২৪ বৃহস্পতিবার জেলবন্দী অবস্থায় মৃত্যু হয় মুখতার আনসারীর। গাজীপুরের বান্দা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার , দাবী করেছিল চিকিৎসকেরা।

কি ঘটেছিল?

ঘটনার বিবরণে প্রকাশ, যাবজ্জীবন কারাবাসের সাজা প্রাপ্ত গ্যাংস্টার মুখতার গতকাল চলতি রমজান মাসের রোজা তথা উপবাস ভঙ্গ করার পরপরই হঠাৎ শারীরিক ভাবে অসুস্থতা বোধ করেন। সাথে সাথে জেল কর্তৃপক্ষ তাকে বান্দা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। দীর্ঘ ১৪ ঘণ্টা যাবত অসামান্য পেট ব্যাথার যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছিলেন মুখতার। অবশেষে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার।

কে এই মুখতার আনসারী?

উল্লেখ্য, এক সময়ের তাবড় তাবড় গ্যাংস্টার দের তালিকায় নাম ছিল মুখতার এর। পরবর্তী সময় যদিও মাফিয়া গিরির পথ ছেড়ে বেছে নিয়েছিলেন রাজনীতির পথ। কিন্তু পুরনো অপরাধের তালিকা এতটাই লম্বা ছিল, যে রাজনৈতিক ক্ষমতা ও তাকে রক্ষা করতে পারেনি। প্রায় ৬০ এর বেশি ফৌজদারি মামলা মুখতারের বিরুদ্ধে বিচারাধীন ছিল বলে সূত্রের খবর। বহুজন সমাজ পার্টি থেকে উত্তর প্রদেশের মৌ সদর বিধানসভার ৫ বারের প্রাক্তন বিধায়ক ছিলেন মুখতার। ৬০ টির ও বেশি বিচারাধীন ফৌজদারি মামলার মধ্যে ৮টি মামলার বিচারে ২০২২ সাল থেকে উত্তর প্রদেশের বান্দা জেলে বন্দী ছিলেন মুখতার। এর আগে মূলত ২০০৫ সাল থেকেই উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের জেলে বন্দী ছিলেন তিনি। কিছুদিন আগেই ৩৬ বছর পুরনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রাপ্ত হন মুখতার। দেশের প্রায় ৬৬ জন বড় মাপের গ্যাংস্টারের তালিকায় নাম ছিল মুখতারের।

হত্যাকাণ্ড বলে দাবী করছেন পরিবার!

যাবজ্জীবন সাজা প্রাপ্ত উত্তরপ্রদেশের ৫ বারের প্রাক্তন বিধায়ক এর জেলে সাজা চলাকালীন অবস্থায় এই আকস্মিক মৃত্যু কে অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছেন উনার ভাই গাজীপুরের সাংসদ আফজল আনসারী। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক স্তম্ভিত করে দেবার মতো ঘটনায় রীতিমতো নানা প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাজনৈতিক মহলে। তবে প্রকৃত অর্থেই মুখতার আনসারীর মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে সেটাই এখন দেখার অপেক্ষায় তার পরিবার পরিজন।

Leave A Reply