Modi Birthday Doctor Cell : ১৭ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস। এবছর ৭৪ পেড়িয়ে ৭৫ বছরে পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিবস গোটা দেশব্যাপী প্রতিটি রাজ্যে রাজনৈতিক দল বিজেপির পক্ষ ঠেকে নানাবিধ কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে । একই ভাবে ত্রিপুরা তেও বিজেপি দলের পক্ষ ঠেকে উনার উদ্দেশ্যে বহু বিধ কর্মসূচী পালিত হয়।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পুজো যজ্ঞ অনেক কিছুই করেছেন দলীয় নেতারা। এছাড়াও উনার জন্মদিন পালন করতে দেখা গেল বিজেপি ডক্টর সেল কে।
মোদীজির ৭৫ তম জন্মদিবস উপলক্ষে বিজেপি ডক্টর সেল ও ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে বুধবার এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ৩৯ নং ওয়ার্ড কার্যালয়ে। এই স্বাস্থ্য শিবিরের মধ্যে বিজেপি ডক্টর সেল এর সদস্য সহ অন্যান্যরা উপস্থি ছিলেন।
এই স্বাস্থ্য শিবিরে এদিন এলোপ্যাথি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক সকল শ্রেণীর চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা প্রদান করেন। পাশাপাশি রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় রোগীদের । এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি ডক্টর সেলের কনভেনার ডক্টর সুশান্ত রায়, ৩৯ নং ওয়ার্ড কর্পোরেটর অলক রায় বড়দোয়ালি মন্ডল সম্পাদক পিনাকী চক্রবর্তী সহ অন্যান্যরা।
অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। এদিনের স্বাস্থ্য শিবির কে সামনে রেখে স্থানীয় মহলে ব্যাপক উৎসাহ দেখা যায়। এলাকার প্রচুর সংখ্যক মানুষ এদিনের স্বাস্থ্য শিবিরে অংশ গ্রহন করেন। প্রধানমন্ত্রীর জন্ম দিবস কে সমাজের হিতে ব্যয় করার উদ্দেশ্যেই এই মহতী আয়োজন বলে জানান দিয়েছেন বিজেপি ডক্টর সেল ।