খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 28 January 2026 - 12:21 AM
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ণ

MLA Nayan Sarkar : মোবাইল ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার

MLA Nayan Sarkar
1 minute read

MLA Nayan Sarkar : বামুটিয়া বিধানসভার লেম্বুছড়া স্থিত ফাতিমা কনভেন্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবারে। এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার। উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী,অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক সহ উপস্থিত অথিতিরা। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্য অতিথিরা।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ছাত্রীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে অনুপ্রানিত করেন বিধায়ক। উনি সবাইকে যার যার পছন্দ মতো খেলাধুলায় অংশ গ্রহণ করার আহ্বান রাখেন । পাশাপাশি তিনি বলেন বর্তমান সময়ে মোবাইলের নেশা সহ বিভিন্ন প্রকার নেশা থেকে মুক্ত থাকার একটি অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।

উল্লেখ্য, বামুটিয়া কেন্দ্রের বিধায়ক বরাবরই নিজ এলাকার যুব শক্তি কে খেলাধুলোর প্রতি মনোনিবেশ করার বার্তা দিয়ে থাকেন। এছাড়া বিভিন্ন সময় ছেলে মেয়েদের খেলার সামগ্রী বিতরণ করতে ও দেখা যায় উনাকে। সার্বিক ভাবে যুব সমাজ কে নেশার কড়াল গ্রাস থেকে মুক্ত রাখতে বরাবরই প্রয়াস চালান তিনি।

এদিন ও একই ভাবে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দেন উনি। বিশেষ করে মোবাইলের আসক্তি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন মোবাইল ব্যবহার করতে হবে প্রয়োজনে, তা যেনো নেশায় পরিণত না হয় সেই দিকে ব্যবহারকারী এবং অভিভাবক উভয় কেই নজর দিতে হবে । বিভিন্ন সময় বাচ্চা রা মোবাইল এর জন্যে বায়না করে। তখন অভিভাবকেরা ও তাদের কে মোবাইল ধরিয়ে দেন। এটা মোটেও ঠিক না।

শিশুরা চাইলেই তাদের কে মোবাইল ফোন দেবেন না। মোবাইল ফোন এর আশক্তি বর্তমান সময়ে যুব শক্তি কে ভুল পথে পরিচালিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া ও যে কোনো ধরণের নেশা থেকে দূরে থাকতে হলে অভিভাবকদের ও তাদের সন্তান দের প্রতি আরও যত্ন শীল হতে হবে। এদিন বিধায়কের বার্তা মনোযোগ সহকারে শ্রবণ করেন উপস্থিত সকলেই।

For All Latest Updates

ভিডিও