MLA Gopal Roy Attacked : শনিবার দুপুরে টাউন প্রতাপগড়ের ১ নম্বর রোডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যের ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল রায়-এর আয়োজিত একটি উঠোন সভায় আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালীন হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক চিৎকার করতে করতে সভাস্থলে ঢুকে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে। অনেকেই দৌঁড়ে এলাকা ছাড়েন।
এই ঘটনাতেই সবচেয়ে স্বস্তির খবর, বিধায়ক গোপাল রায় সম্পূর্ণ অক্ষত রয়েছেন। তবে এই হামলা যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে, তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিধায়কের মতে, “জনতার সঙ্গে আমাদের যোগাযোগ ও গণতান্ত্রিক কাজকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা দমে যাওয়ার নয়।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় অতিরিক্ত বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয়, শুরু হয় তল্লাশি। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
কংগ্রেসের কড়া প্রতিক্রিয়া
এই ঘটনায় কংগ্রেস নেতৃত্ব তীব্র নিন্দা জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না। তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।
এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তবে তদন্ত চলছে পুরোদমে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।