Missing Child News : রাজধানী আগরতলায় শিশু বিহার এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটে যায় এক বিভীষিকাময় ঘটনা, যা মুহূর্তেই শহরজুড়ে ছড়িয়ে দেয় আতঙ্ক ও উত্তেজনা। প্রকাশ্য রাস্তায় মাত্র এক মাসের এক নবজাতককে কোলে তুলে নিয়ে উধাও হয়ে যায় এক অজ্ঞাতপরিচয় মহিলা। চোখের সামনে সন্তানকে হারিয়ে ভেঙে পড়েন আমতলী বাজার এলাকার এক অসহায় মা, যিনি জীবিকার তাগিদে প্রতিদিনই দুই সন্তানকে নিয়ে শহরে ভিক্ষা করতে আসেন। অসুস্থ স্বামীর চিকিৎসা ও সংসারের বোঝা টানতে বাধ্য হয়েই তার এই কঠিন পথচলা।
ঘটনার দিন সন্ধ্যায় ওই মা শিশু বিহার স্কুলসংলগ্ন এলাকায় বড় ছেলে, মাত্র পাঁচ বছরের শিশুটির কাছে নবজাতককে রেখে ওয়াশরুমে যান। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, তার শিশু নেই। কান্নাভেজা কণ্ঠে বড় ছেলে জানায়—এক অচেনা মহিলা তার ছোট ভাইকে কোলে তুলে রিকশায় উঠে দ্রুত সরে পড়ে। সঙ্গে সঙ্গেই এলাকায় শুরু হয় চিৎকার-চেঁচামেচি; চারদিকে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা।
স্থানীয়দের আশঙ্কা ছিল—এটি কোনো শিশু পাচার চক্রের কাজ হতে পারে। তাই পুলিশ এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে দ্রুত অনুসন্ধান চালায়। শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিংও জোরদার করা হয়।
অবশেষে পুলিশি তৎপরতার ফল মিলেছে আজ। পশ্চিম আগরতলা থানার কর্মকর্তারা জানান, রাতভর তল্লাশি ও সূত্র ধরে তদন্তের পর তারা নবজাতককে উদ্ধার করতে সক্ষম হন। শিশুটিকে সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। সন্তানের মুখ দেখে মায়ের কান্না এবার স্বস্তির—আরো অনেকের চোখে ভেসে ওঠে স্বস্তির নিঃশ্বাস।
এই দ্রুত উদ্ধার অভিযান পুলিশের কার্যকর পদক্ষেপেরই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা। যদিও ঘটনার পর থেকে শহরজুড়ে শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার ঢেউ উঠেছে। তবুও সবার প্রত্যাশা—অপরাধীর সঠিক পরিচয় উদ্ঘাটন হোক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আরও কড়া নজরদারি নিশ্চিত করা হোক।



