Mirza CPIM MLA Visit : বিরোধী আসনে আছে বামেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে অপরাধের বিরুদ্ধে আন্দোলন করা এবং বিক্ষোভ দেখানো ছাড়া আর কোনো ধরণের অধিকার নেই তাদের এক্তিয়ারে। এই অবস্থায় অঞ্জলী সরকারের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের এই কঠিন পরিস্থিতি তে কিছুটা শান্তনা দিতে ছুটে যান বাম বিধায়ক দের একটি দল।
শুক্রবার সকালে উদয়পুর মির্জা বাজারে অগ্নি দগ্ধা অঞ্জলীর দেহ উদ্ধারের ঘটনায় গোটা রাজ্য জুড়ে আতংকের পরিবেশ। নারী নিরাপত্তা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা বুঝে উঠা দায়। উদয়পুর মন্দির নগরী এবং আগামী ২২শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আসছেন সেখানে। তাঁর দুদিন আগে এহেন নিকৃষ্ট অপরাধ শাসক শিবিরের দিকে তির্যক আঙ্গুল তুলছে।
অন্যদিকে শাসক দলের বিধায়ক এর ভাইপো এই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ ও নাকি কোনো এক্সান নিচ্ছে না। এ কোন জুলুম বাজি ? এই সমস্ত প্রশ্ন উত্থাপন করে বিরোধী দলীয় বাম বিধায়কেরা দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন। এদিন নিহত অঞ্জলীর স্বামী পঙ্কজ এর সাথে কথা বলেন তারা। ছোট্ট ছোট্ট এক ছেলে , এক মেয়ে রয়েছে তাদের ঘরে। তাদের মুখ গুলোর দিকে তাকানো যাচ্ছে না। এই অবস্থায় দোষীরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ যেন কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
কাকরাবন থানা বাবুরা ঘটনার ২৪ ঘণ্টার ও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো দোষীদের কে আটক করতে পারেনি। তবে কি শাসক দলীয় নেতা বর্গের চাপে পরেই পুলিশের এই অবস্থা ? গোটা রাজ্য ব্যাপি নিরাপত্তা হীন অবস্থা। ডাক্তার আক্রান্ত, কনট্রাক্টর আক্রান্ত , মহিলারা আক্রান্ত, যান চালকেরা আক্রান্ত । এই অবস্থায় রাজ্য প্রশাসন এর এহেন নিস্ক্রিয় ভূমিকা সত্যিই নিন্দনীয়।
অতঃপর শাসক শিবির ও প্রশাসনের তীব্র সমালোচনা করে দোষীদের সাজার দাবী জানালেন বিধায়কেরা। এদিন বিধায়ক মণ্ডলী তে ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী , বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা।