Mirza Congress Visit : প্রভাবশালী বিধায়ক এর ভাতিজা সহ শাসক দলীয় একাধিক দুষ্কৃতী কারী দ্বারা নৃশংসভাবে হত্যা হওয়া উদয়পুর মহকুমাধিন মির্জা এলাকার গৃহবধূ অঞ্জলী সরকার এর পরিবার কে ন্যয় বিচার পাইয়ে দেবার দাবী নিয়ে এসপি ডঃ কিরণ কুমার এর সাথে দেখা করলেন কংগ্রেস এর এক ঝাঁক নেতৃত্ব।
তাঁর পূর্বে অঞ্জলী সরকারের বাড়িতে যান বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক বিরজিত সিনহা সহ কংগ্রেসের নেতৃত্বরা। সবিস্তারে ঘটনা শুনেন অঞ্জলি সরকারের স্বামীর কাছ থেকে, স্পষ্ট ভাবেই এই ঘটনার সাথে শাসক দলীয় নেতার আত্মিয় পরিজনের সংযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাই এসপি সাহেবের কাছে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতারির দাবী জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা ।
তবে প্রশ্ন হচ্ছে, প্রশাসন আদৌ নিরপেক্ষতা কতদূর বজায় রাখবে । এ রাজ্যে যেখানে নারী শক্তি , আদ্যা শক্তির পুজো করতে ক্রমেই প্রস্তুতি নিচ্ছে গোটা রাজ্যের মানুষ, সেখানে অঞ্জলি সরকারের এই নৃশংস মৃত্যু আবারো নারী জাতি কে ভেতর থেকে নড়বড়ে করে দিয়ে গেছে। নারীরা আদৌ কতদূর সুরক্ষিত এই সুশাসনের ত্রিপুরায় তা বারংবার প্রশ্ন জাগে।
ততসঙ্গে গোষ্ঠী কোন্দলে জর্জরিত রাজ্য বিজেপির এক টিম যে অপর টিম কে কালিমালিপ্ত করতে রাজ্যে বরাবরই অস্বাস্থ্য কর বাতাবরণ কায়েম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এতে করে সরাসরি মুখ্যমন্ত্রী কেও কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী দের উচিৎ শাস্তি যে সেই কালিমা কে ম্লান করতে পারে তা আশা রাখা যায়।
এদিকে আগামী ২২শে সেপ্টেম্বর উদয়পুরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐদিন উদয়পুর জুড়ে থাকবে চরম ব্যস্ততা। তাঁর আগেই যদি দোষীদের আটক করে আইনের আওতায় না আনা হয় তবে প্রধানমন্ত্রীর সফরের দিনে উদয়পুর জুড়ে আন্দোলন করার হুমকি দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এখন দেখার বিষয় অঞ্জলী সরকার কে ন্যায্য বিচার পাইয়ে দিতে পুলিশ কি পরিমাণ উদ্যোগ গ্রহন করে।