খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 24 July 2025 - 02:51 AM
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ - ০২:৫১ পূর্বাহ্ণ

Minister Kishore Barman : রামঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারি! তদন্তের নির্দেশ মন্ত্রী কিশোর বর্মনের

Minister Kishore Barman
1 minute read

Minister Kishore Barman : উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্টেট লেভেলে একটি রিভিউ মিটিং করার পর, স্টেট গভর্নমেন্ট এর আন্ডার এ সমস্ত কলেজে পরিদর্শন করার পরিকল্পনা নেয় উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী কিশোর বর্মন । এরই পরিপ্রেক্ষিতে আজ এমবিবি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী কিশোর বর্মন।

পরিদর্শনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়গুলোর সুবিধা-অসুবিধা পর্যালোচনা করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।

এদিন মন্ত্রী জানান, মন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম এমবিবি বিশ্ববিদ্যালয় পরিদর্শন, মন্ত্রীত্ব গ্রহণের পর। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন। ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি।

এদিন তিনি আরও বলেন , “রামঠাকুর কলেজের ঘটনায় শিক্ষা দফতরের অধিকর্তাকে ইতিমধ্যেই একটি তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।”

রামঠাকুর কলেজে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ায় জাল ফি রসিদের মাধ্যমে ভর্তির অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। ঘটনাটি নজরে আসতেই তৎক্ষণাৎ তদন্তকারী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ত্রিপুরার উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ।

এছাড়া ও মন্ত্রী জানান, “যেসব বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের অধীনে রয়েছে, তাদের বাস্তব চিত্র জানতে সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা হবে।”

বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, এমবিবি বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আরও কলেজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ও আগামী দিনে আরও কিছু কলেজকে এই ইউনিভার্সিটির আওতায় নিয়ে আসার পরিকল্পনা চলছে।

For All Latest Updates

ভিডিও