Melaghar Vidyajyoti school
শিক্ষক স্বল্পতায় ভুগছে এবার ত্রিপল ইঞ্জিনের বিদ্যা জ্যোতি স্কুল
শিক্ষক স্বল্পতার অভিযোগে মেলাঘর এইচএস বিদ্যা জ্যোতি স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলো প্রাতঃ বিভাগের অভিভাবকরা । ঘটনা সোমবার সকাল ৯ টায় মেলাঘরে। জানা যায় মেলাঘর এইচএস বিদ্যা জ্যোতি স্কুলে মোট শিক্ষক রয়েছেন মাত্র পাঁচ জন । তার মধ্যে আবার একজনকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষা দপ্তরে। রইলেন বাকি ৪ জন । আর এই ৪ জন মিলেই কোনোক্রমে বিদ্যালয়ে পাঠদান পর্ব সারছেন। এই ৪ জন শিক্ষক দিয়ে স্কুলের সমস্ত শিক্ষার্থীদের পাঠ দান করতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে বলে স্কুলের ছাত্র ছাত্রীরা সঠিক শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন । বিভিন্ন সময় স্কুলে নির্ধারিত সময়ের অনেক আগেই স্কুল ছুটি দিয়ে দিতে হচ্ছে শিক্ষকের অভাব থাকায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে উক্ত স্কুলে। জেলা শিক্ষা দপ্তর সহ বিভিন্ন আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। তা সত্যেও কোনরকম উদ্যোগ গ্রহণ করেননি তারা। তাই অবশেষে বাধ্য হয়ে সোমবার ক্ষুব্ধ অভিভাবক সহ ছাত্রছাত্রীরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। তাদের দাবি দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ও স্কুলের শিক্ষার মান ধরে রাখতে হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আজ স্কুলের মূল ফটকে তালা দিয়েছেন , আগামী দিনে দাবি পূরণ না হলে সড়ক অবরোধ করবেন তারা এমনটাই হুঁশিয়ারি দিলেন এদিন।
এদিকে রাজ্য শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন চিত্র ফ্লাক্স ফেস্টুন এর মধ্যে দিয়ে যেভাবে তুলে ধরেছে তা যে শুধুই লোক দেখানো তার আরও এক প্রমাণ আজকের এই ঘটনা। উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্যের ১০০ টি বিদ্যালয় কে বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছিল। কিন্তু এবার সরকারি প্রকল্পাধিন এই বিদ্যালয় গুলিতেই দেখা যাচ্ছে শিক্ষক স্বল্পতা। রাজ্যের বাকি সরকারি বিদ্যালয় গুলির তবে কি হাল ? আপনারাই বিচার করুন।
তাছারাও বিভিন্ন সময় এই শিক্ষক স্বল্পতার ইস্যু কে কেন্দ্র করে বিক্ষোভ, আন্দোলন তো লেগেই রয়েছে। এর পরেও সরকার মহল দাবী করছেন যে রাজ্যে বেকারত্ব নেই, শুন্যপদ নেই, নেই নিয়োগ সংক্রান্ত সমস্যা। সুশাসনের ঢোল পিটিয়ে বেরাচ্ছেন সর্বত্র। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য গল্প।