খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:42 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪২ অপরাহ্ণ

Melaghar News : ডাকাত দলের হাতে নিহত গৃহকর্তা আহত গিন্নি, ত্রিপুরার বুকে ডাকাত আমদানি তে আতঙ্কে জন সাধারণ

Melaghar News
1 minute read

Melaghar News : ডাকাতি নয়, ডাকাতির নামে খুন, সন্ত্রাস, হামলা , হুজ্জুতি চালাচ্ছে সমাজের কিছু মনুষ্য রুপী পাষণ্ড। ত্রিপুরা রাজ্যের মানুষ এক সময় লোক মুখে ডাকাতের গল্প শুনেই আতঙ্কিত হয়ে পরতেন। কিন্তু বর্তমানে রাজ্যের মানুষ ডাকাত দল দ্বারা প্রতিনিয়ত নিপীড়নের শিকার।

ডাকাত দল শুধুমাত্র ডাকাতি করতে এসে সর্বস্ব লুটে নিয়ে যাওয়া অব্দিই সীমিত থাকছে না, প্রয়োজনে এরা এখন মানুষের প্রাণ অব্দি হনন করছে। ত্রিপুরায় বিগত দু বছরে বহু ডাকাত হামলার ঘটনা ঘটেছে । তবে এবারের ঘটনায় হাড় হিম হয়ে গেছে এলাকাবাসীর।

মঙ্গলবার মধ্যরাতে সোনামুড়া মহকুমা ধীন মেলাঘর এর কলম ক্ষেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকার বাসিন্দা ৮০ বর্ষীয় বৃদ্ধ শান্তি রঞ্জন দাস এর বাড়িতে হানা দেয় এক দল ডাকাত। প্রায় ১০ থেকে ১৫ জন ছিল ঐ ডাকাত দলে। ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতির গাঁ থেকে সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেবার চেষ্টা করলে তারা বাঁধা দেয়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ শান্তি রঞ্জন দাস কে হাত পা বেঁধে মেরে ফেলে ঐ ডাকাত দল। অন্যদিকে বৃদ্ধের স্ত্রী নমিতা দাস কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপানো হয়। যাতে গুরুতর জখম হয় বৃদ্ধা।

সাত সকালে এই ঘটনা দেখতে পেরে এলাকাবাসী ছুটে এসে বৃদ্ধা কে জিবি হাসপাতালে নিয়ে যান। ঘটনায় এলাকা জুড়ে আতংকের পরিবেশ কায়েম রয়েছে। এলাকাবাসীর একটাই দাবী দোষীদের খুঁজে বেড় করে তাদের ফাঁসি দিক প্রশাসন।

জানা গেছে , দম্পতির তিন ছেলে। একজন টিএসআর জওয়ান এবং দুইজন ব্যবসায়ী। তিন জনই কর্ম সূত্রে বাড়ির বাইরে থাকেন। দম্পতি ঐ বাড়িতে একাই থাকতেন। আর সেই সুযোগ কে কাজে লাগিয়েই এই নৃশংসতা চালায় ডাকাত দল। যার পর এই রাজ্যে মানুষ এর যান মালের নিরাপত্তা নিয়ে আরও বেশি চিন্তা বেড়েছে।

For All Latest Updates

ভিডিও