MBB lake News : স্মার্ট শহর উপহার দেওয়ার নামে যে উন্মুক্ত বানিজ্য চলছে তা প্রমানের অপেক্ষা রাখে না। কলেজ টিলা লেইক সংস্কার করে আরও একবার বিতর্কের মুখে রাজ্যের উন্নয়ন মুখী সরকার। পার্ক উদ্বোধন হয়ে গেলেও মানবাধিকার কমিশনে এনিয়ে মামলা চলছে বহু আগে থেকেই। তাই শনিবার প্রশাসনিক দল এবং মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা পার্ক পরিদর্শন ও মাপ ঝোক করতে পার্কে আসেন।
সম্প্রতি “ স্মার্ট সিটি মিশন “ প্রকল্পের আওতাধীন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর অর্থানুকূল্যে আগরতলা এমবিবি কলেজ সংলগ্ন এই জলাশয় টি সংস্কার ও তাঁর চারিপাশে একটি পার্ক নির্মাণ করা হয়েছে। যা বাবদ আনুমানিক ৩৩.০১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু এতো অর্থ ব্যয় করেও বিতর্ক পিছু ছারলো না। শুধু বিতর্ক নয়, আইন গত ভাবেও চাপে রয়েছে এই প্রকল্প।
এই জলাশয় টি কেবল মাত্র শহর বাসীর আবেগের সাথেই জড়িত নয়, এই পার্ক বহু পরিজায়ি পাখিদের আশ্রয় স্থল। ঋতু পরিবর্তনের সাথে সাথেই দেশ বিদেশ থেকে পরিজায়ি পাখিরা এই জলাশয়ে আসে। আবার ঋতু পরিবর্তন হলে তারা চলে যায়। কিন্তু এই নতুন সংস্কার যা কিনা এক প্রকার বাণিজ্যিক লাভের জন্যেই করা হয়েছে তাঁর ফলে পরিজায়ি পাখিদের আনাগোনা কমে যেতে পারে। এর ফলে প্রকৃতির মাঝে যে ভারসাম্য তা বিনষ্ট হবে। তাতে জীব বৈচিত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে।
তাই সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা প্রতিটি বিষয় যাচাই করে দেখছেন। মূলত পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চ থেকে কলেজটিলার এই পার্ক নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল । এদিনের পরিদর্শন কারী দলে ছিলেন মানবাধিকার কমিশন, ভূমি ও রাজস্ব দফতর, পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চ সহ অন্যান্য বিভাগের আধিকারিক ও প্রতিনিধিরা।
প্রতিনিধি দলের মধ্যে থাকা সদস্যদের বক্তব্য এই পার্ক নির্মাণের ফলে পরিজায়ি পাখিদের ব্যাপক ক্ষতি তো বটেই তাঁর সাথে এখানে কিছু কিছু স্থানে বহু কাল যাবত বাদুড় এর বাসা ছিল। বাদুড়, যা এখন একটি বিলুপ্ত প্রায় প্রাণী। সেই প্রাণী টিকে সংরক্ষন করা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই জলাশয় সংস্কার এর ফলে এবং এর চারপাশে পার্ক নির্মাণের ফলে বাদুড় জাতীয় প্রাণী গুলো তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা গ্রস্থ। অন্যদিকে জলাশয় এর মাঝে যে ব্রিজ বা পায়ে হেটে যাবার জন্যে রাস্তা নির্মিত হয়েছে তা জলাশয় এর জল স্তর কে বিভাজিত করে দিয়েছে।
সার্বিক ভাবে এটি চরম ভাবে অপরিকল্পিত এবং পরিবেশ বান্ধব প্রাণী দের জন্যে ক্ষতি কর। যার পরিবেশ ও এই পরিবেশের সাথে সামঞ্জস্য রখে বসবাস করা সমস্ত প্রাণীকুল ও মানব কুলের জন্যেও ক্ষতিকর বলেই মনে করা হচ্ছে।



