Mariyamnagar church road Kashipur

রাজ্যের একটি অন্যতম পর্যটন স্থল হিসেবে পরিচিত আগরতলার অদূরে অবস্থিত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম চার্চ মরিয়ম নগর চার্চটি। প্রতি বছর এর ২৫শে ডিসেম্বর , বড়দিনে রাজ্যের সবচাইতে বৃহৎ আকারের উতসব গুলোর মধ্যে একটি আয়োজিত হয় এই মরিয়ম নগরে।
কাশিপুর এলাকায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে একটি বিশাল ঘন বসতি। প্রায় ৫০ এর ও বেশি পরিবারের বসবাস রয়েছে ঐ এলাকায়। রয়েছে বিদ্যালয় থেকে শুরু করে বাজার হাট। সব মিলিয়ে একটি ঘন বসতি পূর্ণ এবং জনবহুল জায়গা এই মরিয়ম নগর। এখানেই এবার দীর্ঘ জীবী জল জমাটের সমস্যা প্রকাশ্যে এসেছে।
এই পথ ধরে প্রতিদিন বহু স্কুল পড়ুয়াদের স্কুলে যাতায়াত। তাছারা সাধারন স্থানিয় বাসিন্দা দের ও আসা যাওয়ার এক মাত্র মাধ্যম এই পথটিই । সেতা আর বলার অপেক্ষা রাখে না।
এই রাস্তাটির পাশে একাধিক পুকুর রয়েছে। খানিকটা বৃষ্টিপাত হলেই পুকুর গুলিতে জল ভর্তি হয়ে সেই জল উথে আসছে রাস্তায়। উপরন্তু এই জল নিষ্কাসনের জন্যে নেই কোনো ব্যবস্থা।
এই অবস্থা যে শুধু মাত্র মরিয়ম নগরেই এমনটা নয়। শহর এর বুকেই জল নিস্কাশনি ব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ ঘনীভূত হয় জনগনের মধ্যে। সুতরাং, মরিয়ম নগর যে এর থেকে ভিন্ন কিছু হবে তেমনটা আশা ও করেন না এখানকার মানুষ।
তবে যেখানে এমন একটি পবিত্র পর্যটন স্থল রয়েছে এবং অবশ্যই এখানে একটি বিদ্যালয় রয়েছে যেখানে নিত্য শিক্ষার্থীদের যাতায়াত রয়েছে সেখানে রাস্তায় দীর্ঘক্ষণ জল জমাট বাঁধাটা একটা বিরাট সমস্যার জন্ম দেয়। সুতরাং, কর্তৃপক্ষের এই দিকে নজর দেওয়া প্রয়োজন বলেই মনে করছেন স্থানীয়রা।
কাশিপুর থেকে মরিয়ম নগর যাওয়ার রাস্তার অবস্থা দেখো। স্কুল ছাত্রছাত্রীরা এভাবেই চলাচল করেন। বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ পর্যন্ত এরকম থাকে। আর বৃষ্টি চলতে থাকলে পুরো রাস্তা বন্ধ।

অবিরাম বৃষ্টিতে প্লাবিত রাজ্যের মনু নদী
Leave A Reply