খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 10:15 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১০:১৫ অপরাহ্ণ

Manik Sarkar in Blood Donation Camp : ডেইলি দেশের কথা’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান ও চক্ষুদান শিবির

Manik Sarkar in Blood Donation Camp
1 minute read

Manik Sarkar in Blood Donation Camp : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ডেইলি দেশের কথা পত্রিকার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবিরের আয়োজন করে পত্রিকা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সামাজিক দায়িত্বের এই বিরল উদ্যোগে তারা অংশগ্রহণকারীদের উজ্জীবিত করেন এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেন।

মানিক সরকার তার বক্তব্যে রক্তদান, চক্ষুদান ও মরণোত্তর দেহদানের গুরুত্ব গভীরভাবে তুলে ধরেন। তিনি বলেন, “মানুষের জীবন রক্ষার জন্য রক্তদান অপরিহার্য। একইভাবে, চক্ষুদান একজন দৃষ্টিহীন মানুষের জীবনে আলোs ফিরিয়ে আনতে পারে। আর মরণোত্তর দেহদান চিকিৎসা গবেষণা ও চিকিৎসা শিক্ষায় অসামান্য অবদান রাখে।” তিনি সমাজের সকল শ্রেণির মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীও কর্মসূচির প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার ভিত্তি শক্তিশালী করে।” তিনি দেশের কথা পত্রিকার দীর্ঘ যাত্রা ও সামাজিক অঙ্গীকারের প্রশংসা করেন।

দিনভর আয়োজিত এই শিবিরে বহু স্বেচ্ছাসেবক রক্তদান করেন এবং অনেকে মরণোত্তর দেহদান ও চক্ষুদানের জন্য অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

৪৭ বছরের সাংবাদিকতার পথচলায় দেশের কথা শুধু সংবাদ পরিবেশনেই নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও তাদের ভূমিকা প্রমাণ করে এসেছে—আর এই দিনের আয়োজন তারই প্রমাণ।

For All Latest Updates

ভিডিও