খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 28 January 2026 - 12:18 AM
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ণ

Mandwi News : মান্দাই এলাকায় বোল্ডার ও সাইড ওয়াল নির্মাণ নিয়ে ব্যাপক হারে কেলেংকারীর অভিযোগ তুলছেন স্থানীয় জনগণ

Mandwi News
1 minute read

Mandwi News : মান্দাই বিধানসভা কেন্দ্রের মান্দাই ব্লক এর অধীন মান্দাই টু পাটনী যাওয়ার রাস্তার ধারে সাইড ওয়াল নির্মাণ ও বোল্ডার দেওয়া নিয়ে স্থানীয় মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। বারবার অভিযোগ উঠছে দুর্নীতির।

উল্লেখ্য, বর্ষা কালে মান্দাই টু পাটনী গামী রাস্তা টি ভেঙ্গে পড়েছিল। যার ফলে সংস্কার বাবদ দুদিকেই বোল্ডার ও সাইড ওয়াল নির্মাণ করা একান্ত আবশ্যক হয়ে পরে। সেই দাবী জানিয়েছিলেন এলাকাবাসীই। দাবী মেনে কাজ ও শুরু হয়। কিন্তু যে কনট্রাক্টর এই কাজ করাচ্ছিলেন অভিযোগ তিনি ব্যাপক আর্থিক কেলেঙ্কারি করে নিম্ন মানের কাজ করিয়ে বাকি টাকা হাফিজ করে দিয়েছেন।

যে বোল্ডার গুলো বসানো হয়েছে সেগুলো অত্যন্ত নিম্ন মানের বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সামান্য আঘাত করলেই এগুলো ভেঙ্গে গুরু হয়ে যাচ্ছে। সিমেন্টের পরিমাণ একেবারে নেই বললেই চলে। অন্যদিকে সাইড ওয়াল গুলো ও খুবই জীর্ণ দশায় ধুঁকছে। অত্যন্ত নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে দেওয়াল গুলি নির্মাণের অভিযোগ রয়েছে। যার ফলে আগামী বর্ষা তে আবারো এই ওয়াল গুলো ভেঙ্গে পরবে বলেই আশঙ্কা করছেন তারা।

তাই স্থানীয় জনগণ দাবি করেন যাতে মান সম্মত বোল্ডার বানিয়ে বসানো হয় এবং সাইড ওয়াল পুনরায় নির্মাণ করা হয় । পাশাপাশি এডিসির চেয়ারম্যান এম.ডি.সি জগদীশ দেববর্মা ও স্থানীয় বিধায়ীকা স্বপ্না দেববর্মার কাছে তারা দাবি রাখেন উক্ত এলাকা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

বলা বাহুল্য এই বুল্ডার কেলেংকারীর একাধিক ঘটনা ইদানিং মান্দাই ব্লকের বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে । এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন কি না।

For All Latest Updates

ভিডিও