Maharashtra and Jharkhand polls

দুই রাজ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ে মেতেছে বিজেপি বনাম ইন্ডিয়া

কার কপালে জুটবে জয়ের তিলক ?

জোর দার টক্কর । বিজেপি বনাম ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে চলছে দীর্ঘ প্রত্যাশিত বিধানসভা নির্বাচনের ভোট গ্রহন । ভোটার দের মধ্যে দেখা দিয়েছে সকাল থেকে বুথে বুথে গিয়ে ভোট দানের দারুন উৎসাহ উদ্দীপনা। সেই সঙ্গে সকাল থেকেই দুই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের বুথ গুলিতে ভোটারদের জনঢল দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী শনিবারেই। নির্ধারিত হবে আবারো দুই রাজ্যের আগামী ৫ বছরের ভবিষ্যৎ। কার কপালে জুটবে জয়ের তিলক সেটাই দেখার অপেক্ষা।
আজ দ্বিতীয় দফার ভোট গ্রহন সেরে নিয়েছে ঝাড়খণ্ড। অন্যদিকে প্রায় চূড়ান্ত দফার ভোট গ্রহন পর্ব শুরু হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ২৮৮ আসনে নির্বাচন হচ্ছে প্রথম দফাতেই। অন্যদিকে ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় আগের দফার ৪৩ আসনের পর আজ ভোট বাকি ৩৮টি কেন্দ্রে।
মহারাষ্ট্রে লড়াই হচ্ছে মহা জুটি বনাম মহা বিকাশ আঘাড়ির মাঝে। মসনদে কারা আসীন হবেন সেটাই দেখার বিষয়। ওদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন কে হাড়িয়ে ক্ষমতায় বসতে সফল হবে কি না বিজেপি শরিক দল, সেদিকেও রয়েছে গোটা দেশের নজর।
প্রসঙ্গত, দুই রাজ্যেই খুব তীব্র হতে চলেছে ক্ষমতা দখলের লড়াই । ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস-আরজেডির ‘মহাগঠবন্ধন’ এর পাশে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-এর সমর্থন যেন বাড়তি ক্ষমতা যুগিয়েছে। তবে বিজেপি জোটের মোদ্দা ও খুব একটা দুর্বল নয়। রাজ্যের জমি কেলেঙ্কারি কে হাতিয়ার করেই মাঠে নেমেছে গেঁড়ুয়া জোট শিবির। দেখার বিষয় এম জনতার রায়ে কার পাল্লা ভারী থাকে।
মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি ও বিজেপি জুটি কে কড়া টক্কর দিচ্ছে। লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপি কে অনেকটাই চাপে ফেলেছিল। সুতরাং ধারণা করা হচ্ছে বিধানসভা ভোট ফলাফলে ও কিছুটা প্রভাব পড়তে পারে। তবে অবশেষে জয়ের মালা কার গলায় পড়বে সেটা বোঝা যাবে শনিবারেই।

Leave A Reply