Madhya Bhuban Ban News : মধ্যভুবন বন জয়ন্ত রায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, একদল দুষ্কৃতী জয়ন্ত রায়ের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি জয়ন্ত রায়ের একটি বাইক ও তার স্ত্রীর স্কুটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ ও দমকল বাহিনী।
দমকল সূত্রে জানা যায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে একটি বাইক ও একটি বাইসাইকেল পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বাড়ির মূল কাঠামোর তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। দমকল কর্মীরা জানান, আগুন কীভাবে বা কোন উৎস থেকে লেগেছে, তা তদন্ত শেষ না হলে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
জয়ন্ত রায়ের পরিবারের অভিযোগ, বাড়ির সামনে এলাকার কয়েকজন যুবক নিয়মিত মদ্যপান করত। এই নিয়ে প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তারা জয়ন্ত রায়ের পরিবারকে ভয় দেখাতে এবং বাড়ি দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পোড়া বাইকের নম্বর সংগ্রহ করা হয়েছে। বাইকটির নম্বর TR 01 Z 5057 বলে জানা গেছে। বাইকটির মালিকানা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার পেছনের প্রকৃত কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তবে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এলাকায় আপাতত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।



