Love Affair Betrayal : পাড়ার এক বিবাহিতা মহিলার সাথে প্রনয়ের সম্পর্ক, মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে এবং পরে সেই বৌ কেই বাড়িতে নিয়ে যেতে অস্বীকার। এক কথায় প্রতারণার শিকার হয়ে শেষে বিচার চেয়ে থানার দ্বারস্থ মহিলা। ঘটনা রাজধানী আগরতলার আড়ালিয়া শালবাগান এলাকায়।
বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে ঈষা দাস নামের এক মহিলা কে প্রতারণা করার অভিযোগ উঠে এলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে সুষ্ঠু মীমাংসার দাবী নিয়ে পূর্ব মহিলা থানার দ্বারস্থ মহিলা ও তার পরিবার। ঈষা দেব এর বয়স ২৩ বছর। অভিযুক্ত যুবকের নাম রিপন দাস, বয়স ২৪ বছর , বাবার নাম রাজু দাস , বাড়ি আড়ালিয়া শাল বাগান এলাকায়।
বেশ কিছুদিন আগে ঈষা দাস কে পরিবারের অজান্তে কসবা কালি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস। ঐ মুহূর্তের সাক্ষী থাকে রিপন এর কিছু বন্ধু বান্ধব এবং সঙ্গে কিছু ক্যামেরা বন্দি ছবি ও ভিডিও। জানা যায়, ঈষা দাস পূর্বেও একবার বিবাহ করেছেন। ৭ বছরের পুত্র সন্তান ও রয়েছে তার। কিন্তু পূর্বের স্বামী ড্রাগস এর নেশায় আশক্ত হয়ে থাকার দরুন সেই স্বামী কে ত্যাগ করে ঈষা। কিন্তু আইনী ভাবে এখনো ডিভোর্স হয়নি তাদের।
এর মাঝেই বিগত এক বছর আগে একই এলাকার রিপন দাস এর সাথে প্রনয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন ঈষা দাস। স্বামী সন্তান ছেড়ে রিপন এর সাথে সুখে সংসার করার স্বপ্ন দেখেন। এরই মাঝে ব্যাঙ্গালোরে একটি বেসরকারি কোম্পানি তে কাজ করার সুযোগ পেয়ে ব্যাঙ্গালোরে চলে যান ঈষা। কিছুদিন আগে রাজ্যে ফিরে আসার পর রিপন তাকে নিয়ে গিয়ে কসবা স্থিত কালি মায়ের মন্দিরে বিয়ে করে। কিন্তু এর পরক্ষনেই তাকে স্ত্রী বলে স্বীকার করতে নারাজ রিপন, এমনটাই অভিযোগ ঈষার।
রিপন নাকি জানিয়েছে যে তার পরিবার ঈষা কে গৃহবধূ হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। এর পর ঈষা দাস তার বাবা মায়ের সাথে কথা বললে ছেলের বাবা মাও নাকি তাকে হুমকি ধমকি দিয়েছে। অবশেষে সুষ্ঠু বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন ঈষা ও তার পরিবার।
এলাকাবাসীর সহযোগিতায় বুধবার মা ও বোন কে সঙ্গে নিয়ে পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়ে বিস্তারিত তুলে ধরে রিপন দাস এর সাথে মীমাংসার মধ্যে দিয়ে এই সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন ঈষা । তার বক্তব্য তিনি রিপন দাস এর সাথে সুখে সংসার করতে চান। তাই তার থানার দ্বারস্থ হওয়া।